আব্দুল বারি কার্টুন দেখার বিধান
প্রশ্নঃ ৩৪৩৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার জানামতে কার্টুন দেখা ইসলামে জায়েজ নেই কিন্তু অনেকে বলে আব্দুল বারি কার্টুন নাকি অনেক দোয়া শিখায় এইটা ভালো,,প্রশ্ন হলো আব্দুল বারি কার্টুন দেখা কি জায়েজ?,,,
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
কার্টুন তৈরি করা নাজায়েজ। এটা ছবি অংকন এর মতই মারাত্মক কবীরা গুনাহ।
আব্দুল বারি কার্টুন দেখা শরীয়তের নিষেধাজ্ঞার মধ্যে না পড়লেও এই কার্টুন দেখলে যেহেতু এর প্রস্তুতকারকদের আয় উপার্জন হয় এবং তাদের অন্যায়ের সহযোগিতা হয় এ জন্য এগুলো দেখা থেকে বেঁচে থাকা নিঃসন্দেহে উত্তম।
وَتَعَاوَنُواْ عَلَى ٱلۡبِرِّ وَٱلتَّقۡوَىٰۖ وَلَا تَعَاوَنُواْ عَلَى ٱلۡإِثۡمِ وَٱلۡعُدۡوَٰنِۚ وَٱتَّقُواْ ٱللَّهَۖ إِنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلۡعِقَابِ
সূরা মা-ইদাহ ২।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন