পরীক্ষার খাতায় একজন আরেকজনেরটা লিখে দেওয়া
প্রশ্নঃ ৩৪৩৫১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর, আমার কাছে এক বৌদ্ধ মেয়ে তার প্রাকটিকাল খাতায় একটা যন্ত্রের ছবি এঁকে দিতে বলেছে। তার সামনে প্রি টেস্ট তাই চাপে আছে। পরীক্ষার পড়া পড়তে হবে মাঝে সময় পাচ্ছে না বলে আমাকে বলল ছবিটা আঁকতে। আমিও এই সিচুয়েশনে ছিলাম। হুজুর আমার জন্য কি জায়েজ হবে ছবিটা এঁকে দেওয়া? উল্লেখ্য, প্রাকটিকাল খাতার উপর পাঁচ মার্ক দেওয়া হয়।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
পরীক্ষার খাতায় নকল করা, একজন আরেকজনেরটা দেখে লেখা, একজন আরেকজনেরটা লিখে দেয়া কিংবা অন্য কোনো অবৈধ পন্থা অবলম্বন করা জায়েয নেই। কেননা, এটা প্রতারণার শামিল।
হাদিস শরিফে এসেছে,
وَمَنْ غَشَّنَا ، فَلَيْسَ مِنَّا
যে আমাদের সঙ্গে প্রতারণা করে, সে আমাদের দলভুক্ত নয়। (মুসলিম ১০২)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
সিনিয়র মুহাদ্দিস, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর
খতীব, বাইতুল ফালাহ জামে মসজিদ, মিরপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
