প্রশ্নঃ ৩৪৩৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ছেলে ফেসবুকে ছবি দিলে।
মেয়ে দেখলে কি ছেলের কন গুনা হবে কি
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
যেসব জিনিস সরাসরি দেখা জায়েজ স্ক্রিনেও তা দেখা জায়েয। তদুপরি পর-পুরুষের ছবির দিকে একজন পরনারী গভীর দৃষ্টিতে তাকানো কখনোই উচিত নয়।
একজন পর-পুরুষের ছবির দিকে একজন পর-নারী তাকানোর কারণে পুরুষের গুনাহ না হলেও ছবি তোলাটা কতটুকু উচিৎ ছিল?
قُل لِّلۡمُؤۡمِنِينَ يَغُضُّواْ مِنۡ أَبۡصَٰرِهِمۡ وَيَحۡفَظُواْ فُرُوجَهُمۡۚ ذَٰلِكَ أَزۡكَىٰ لَهُمۡۚ إِنَّ ٱللَّهَ خَبِيرُۢ بِمَا يَصۡنَعُونَ {٣٠} وَقُل لِّلۡمُؤۡمِنَٰتِ يَغۡضُضۡنَ مِنۡ أَبۡصَٰرِهِنَّ وَيَحۡفَظۡنَ فُرُوجَهُنَّ
সূরা নূর ৩০-৩১
عَنْ عَائِشَةَ ، قَالَتْ : وَاللَّهِ، لَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُومُ عَلَى بَابِ حُجْرَتِي، وَالْحَبَشَةُ يَلْعَبُونَ بِالْحِرَابِ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتُرُنِي بِرِدَائِهِ ؛ لِأَنْظُرَ إِلَى لَعِبِهِمْ مِنْ بَيْنِ أُذُنِهِ وَعَاتِقِهِ، ثُمَّ يَقُومُ مِنْ أَجْلِي حَتَّى أَكُونَ أَنَا الَّتِي أَنْصَرِفُ، فَاقْدُرُوا قَدْرَ الْجَارِيَةِ الْحَدِيثَةِ السِّنِّ، الْحَرِيصَةِ عَلَى اللَّهْوِ.
মুসনাদ আহমাদ ২৫৩৩৩
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন