অমুসলিমদের বাড়িতে বাড়ি ভাড়া নেওয়া
প্রশ্নঃ ৩৪৮৪৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অন্য ধর্মের কোন লোকের বাড়ী ভাড়া নেওয়ার বিধান কি?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
অমুসলিমদের বাড়ি ভাড়া নিলে যদি নিজের ঈমান-আমলের ক্ষতি হবার আশঙ্কা থাকে তাহলে তাদের বাড়ি ভাড়া নেওয়া জায়েয হবে না। আর ঈমান-আমলের ক্ষতির আশঙ্কা না থাকলে বাড়ি ভাড়া নেওয়া নিষেধ নয় কেননা,
আল্লাহ তাআলা বলেন,
إِنَّمَا يَنْهَاكُمُ اللَّهُ عَنِ الَّذِينَ قَاتَلُوكُمْ فِي الدِّينِ وَأَخْرَجُوكُمْ مِنْ دِيَارِكُمْ وَظَاهَرُوا عَلَىٰ إِخْرَاجِكُمْ أَنْ تَوَلَّوْهُمْ ۚ وَمَنْ يَتَوَلَّهُمْ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ
আল্লাহ কেবল তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেন, যারা ধর্মের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, তোমাদেরকে দেশ থেকে বহিস্কৃত করেছে এবং বহিস্কারকার্যে সহায়তা করেছে। যারা তাদের সাথে বন্ধুত্ব করে তারাই জালেম। (সূরা মুমতাহিনা-৮)
সুতরাং খেয়াল রাখতে হবে যে, এমন কারো বাসায় ভাড়া না থাকা, যার দ্বারা মুসলিম সমাজে বিধর্মীদের আচার-অনুষ্ঠান প্রচার পায় কিংবা যার দ্বারা মুসলমানদের দ্বীনী অনুভূতিতে আঘাত আসে। (আখুলাসাতুল ফাতাওয়া ৩/১৫০)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাদ্দীস, শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার মোহাম্মাদপুর।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
