হালকায়ে জিকির কী? ইল্লাল্লাহ জিকির করা যাবে কি?
প্রশ্নঃ ৩৭১৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ১। হালকায় জিকির এ অংশগ্রহণ করা কি জায়েজ। মানে হালকায় জিকির নিয়ে আলেমদের মতবাদ কি বা এর সম্পর্কে কোরআন বা হাদিস কি বলে?
২। ইল্লাল্লাহ জিকির করা যাবে কি না?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
১. "হালকা" আরবি শব্দ। যার অর্থ গোলাকৃতি। "হালকায়ে জিকির" মানে হলো: কিছু লোক জড়ো হয়ে আল্লাহ তাআলার জিকির করা। জিকিরের মজলিস ও তাতে অংশগ্রহণ করার ফজিলত সংক্রান্ত হাদীস রয়েছে।
অতএব হালকায়ে জিকির জায়েজ ও সাওয়াবের বিষয়। তবে সবক্ষেত্রেই শরীয়তের নীতিমালা রক্ষা করা আবশ্যক।
২. আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর শেখানো শব্দ দিয়ে জিকির করা চাই। কুরআন ও হাদীসে কোথাও শুধু "ইল্লাল্লাহ" শব্দে যিকির শেখানো হয়নি। সাহাবায়ে কেরাম এমন জিকির কোনদিন করেননি। তবে জিকিরের প্রশিক্ষণের জন্য কতিপয় বুজুর্গ ব্যক্তিবর্গ "ইল্লাল্লাহ" জিকির সবক দিয়ে থাকেন। এর দ্বারা আল্লাহর তাওহীদ দিলে বসানো ও গাইরুল্লাহ থেকে দিল-মন পরিষ্কার করা উদ্দেশ্য হয়ে থাকে। এ উদ্দেশ্য অর্জন পর্যন্ত "ইল্লাল্লাহ" জিকির করা যাবে।
عَنِ الْأَغَرِّ أَبِي مُسْلِمٍ ، أَنَّهُ قَالَ : أَشْهَدُ عَلَى أَبِي هُرَيْرَةَ ، وَأَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ، أَنَّهُمَا شَهِدَا عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ : " لَا يَقْعُدُ قَوْمٌ يَذْكُرُونَ اللَّهَ عَزَّ وَجَلَّ إِلَّا حَفَّتْهُمُ الْمَلَائِكَةُ، وَغَشِيَتْهُمُ الرَّحْمَةُ، وَنَزَلَتْ عَلَيْهِمُ السَّكِينَةُ، وَذَكَرَهُمُ اللَّهُ فِيمَنْ عِنْدَهُ ".
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেকোনো কওম আল্লাহ তাআলার জিকির এর জন্য বসে ফেরেশতারা তাদেরকে ঘিরে বসে, আল্লাহর রহমত তাদেরকে ঢেকে নেয় এবং তাদের উপর সাকিনা নাযিল হয়, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাঝে আলোচনা করেন।
মুসলিম ২৭০০
سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يَقُولُ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : " أَفْضَلُ الذِّكْرِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَفْضَلُ الدُّعَاءِ الْحَمْدُ لِلَّهِ ".
হযরত জাবের বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, সর্বোৎকৃষ্ট জিকির "লা ইলাহা ইল্লাল্লাহ", এবং সর্বোত্তম দোয়া "আলহামদুলিল্লাহ"।
সুনানু তিরমিজী ৩৩৮৩
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
