কার্টুনের হুকুম
প্রশ্নঃ ৩৭৪৮৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কার্টুন দেখার মাসআলা জানতে চায়।১.পশু-পাখি,মানব আকৃতির কার্টুন দেখা ২.বাচ্চারা কার্টুন দেখতে চাইলে কী করা উচিত ৩. কার্টুন বানানো শরীয়তসম্মত কিনা।এসব বিষয় অন্তর্ভুক্ত থাকলে ভাল।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
কার্টুন বানানো, কার্টুন আঁকা বা কার্টুন দেখা সবগুলোই অহেতুক ও অবান্তর কাজ। আর অহেতুক ও অবান্তর কাজ সম্পর্কে কোরআনুল কারিমে আল্লাহপাক রব্বুল আলামীন এরশাদ করেন-
وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ
عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا ۚ أُولَٰئِكَ لَهُمْ عَذَابٌ مُّهِينٌ [٣١:٦]
একশ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে গোমরাহ করার উদ্দেশে অবান্তর কথাবার্তা সংগ্রহ করে অন্ধভাবে এবং উহাকে নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করে। এদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। [সূরা লুকমান-৬]
সুতরাং পশু-পাখি ও মানবাকৃতির কার্টুন বানানো জায়েজ হবে না এবং বাচ্চারা তা দেখতে চাইলে যে কোন উপায়ে বাচ্চাদেরকে তা হতে বিরত রাখুন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাদ্দীস, শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার মোহাম্মাদপুর।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন