প্রশ্নঃ ৩৮২৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আব্দুল কাদির জিলানী সম্পর্কে জানতে চাই!
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আব্দুল কাদের জিলানী হলেন ইসলাম ধর্মে অন্যতম প্রধান আধ্যাত্মিক ব্যক্তিত্ত্ব। তিনি ইসলামের অন্যতম প্রচারক হিসাবে সুবিদিত। সূফীরা তাকে 'বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী ' নামে ব্যক্ত করেন। আধ্যাত্মিকতায় উচ্চমার্গের জন্য বড়পীর, ইরাকের অন্তর্গত 'জিলান' নামক স্থানে জন্মগ্রহণ করায় জিলানী, সম্মানিত হিসাবে আবু মোহাম্মদ মুহিউদ্দীন প্রভৃতি উপাধি ও নামেও তাকে সম্বোধন করা হয়।
পুরো নাম: হযরত শাইখ আব্দুল কাদির আল-জিলানী আল-হাসানী ওয়াল-হুসাইনী رحمة اللّٰه عليه
জন্ম: ১ রমযান ৪৭০ হিজরী।
মাযহাব: হাম্বলি।
আকীদা: আহলে সুন্নাত ওয়াল জামাত।
জন্মস্থান: জীলান, তাবারিস্তান, পারস্য।
ওফাত: ১১ রবিউস সানি ৫৬১ হিজরী।
≈ ফেব্রুয়ারি ১৪, ১১৬৬।
দাফন: আবদুল কাদের জিলানীর দরগা, বাগদাদ, ইরাক
পিতা: হযরত আবু সালিহ মুসা আল-হাসানি رحمة الله عليه
মাতা: উম্মুখ খায়ের ফাতিমা
স্ত্রী (সকল)
মদিনা, সাদিকা, মু'মিনাহ, মাহবুবা
পুত্র (সকল) সাফিউদ্দীন, শরীফুদ্দীন, আবু বকর, সিরাজুদ্দীন, ইয়াহয়িয়া, মুসা, মুহাম্মদ, ইব্রাহিম, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আবু নাসির মুসা
উপাধী: মুহিউদ্দীন, সুলতানুল আউলিয়া, গাউসুল আযম,গাউসে পাক ইত্যাদি
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন