প্রশ্নঃ ৩৮৩০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দোয়া পড়ার নিয়তে দোয়া সম্বলিত কোরআনের আয়াত গুলো পড়ে তাহলে কি আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ পড়া আবশ্যক?
জানালে কৃতজ্ঞ থাকব
আল্লাহ তাআলা আপনাদেরকে উভয় জগতের সফলতা দান করুন
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
কুরআনুল কারীম তিলাওয়াতের পূর্বে "আউযুবিল্লাহ" পড়তে হয়।
যে কোনো ভালো কাজ করার শুরুতে "বিসমিল্লাহ" পড়তে হয়।
কুরআনে কারীমের আয়াত থেকে যে দু'আগুলো নির্ণীত হয়েছে সেগুলো পড়ার পূর্বে "বিসমিল্লাহ" পড়তে বাধা নেই।
فَاِذَا قَرَاۡتَ الۡقُرۡاٰنَ فَاسۡتَعِذۡ بِاللّٰہِ مِنَ الشَّیۡطٰنِ الرَّجِیۡمِ
(আন নাহল - ৯৮)
অতএব, যখন আপনি কোরআন পাঠ করেন তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করুন।
অর্থাৎ "আঊযু বিল্লাহি মিনাশ-শাইত্ব-নির রাযীম" পড়ুন ।
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَمُحَمَّدُ بْنُ يَحْيَى وَمُحَمَّدُ بْنُ خَلَفٍ الْعَسْقَلَانِيُّ قَالُوا حَدَّثَنَا عُبَيْدُ اللهِ بْنُ مُوسَى عَنْ الْأَوْزَاعِيِّ عَنْ قُرَّةَ عَنْ الزُّهْرِيِّ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم كُلُّ أَمْرٍ ذِي بَالٍ لَا يُبْدَأُ فِيهِ بِالْحَمْدِ أَقْطَعُ
আবু হুরায়রাহ (রাঃ) থেকে বর্ণিতঃ:
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ প্রতিটি কাজ গুরুত্বপূর্ণ। আল্লাহর প্রশংসা ছাড়া (এর মধ্যে "বিসমিল্লাহ" শামিল রয়েছে) শুরু করা হলে, তা হয় বরকতশূন্য।
সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ১৮৯৪
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
