প্রশ্নঃ ৩৮৪৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নবী ও রাসূল আথ কি ?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
নবী শব্দের অর্থ হলো সংবাদদাতা। যিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে উম্মতের কাছে আল্লাহর বাণী পৌঁছে দেন।
রাসুল অর্থ বার্তাবাহক। যিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে বার্তা বহন করে উম্মতের কাছে পৌঁছে দিয়েছেন। সাধারণ পরিভাষায় এ দু'শব্দের মাঝে বড় কোন ব্যবধান নেই।
অবশ্য নবী ও রাসুলের মাঝে বেশ কিছু বিষয়ে পার্থক্য আছে। অন্যতম পার্থক্য হলো, আল্লাহ তায়ালা ঐ সকল প্রেরিত বান্দা, যাদের কাছে আল্লাহ তাআলা ওহী নাযিল করেছেন। তাদের সকলকেই নবী বলা হয়।
সকল রাসূল নবী ছিলেন। কিন্তু সকল নবী রাসুল ছিলেন না।
নবীর সংখ্যা এক লক্ষ চব্বিশ হাজার। রাসূলের সংখ্যা ৩১৩ জন। যেসকল নবীকে আল্লাহ তাআলা নতুন শরীয়ত ও নতুন কিতাব দিয়েছেন, এছাড়া যেসকল নবী শির্কের বিরুদ্ধে মোকাবেলা করেছেন, তাদেরকে রাসুল বলা হয়।
নবী- যারা পূর্ববর্তী শরীয়ত ও পরবর্তী কিতাব অনুযায়ী উম্মতকে দাওয়াত দিয়েছেন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
