প্রশ্নঃ ৩৮৮৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সহবাসের পর ফরজ গোসলের বিধান কি?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সহবাসের পর গোসল করা ফরয।
এর নিয়ম হলো:
১. দুই হাতের কব্জি পর্যন্ত ধোবে।
২. শরীর ও কাপড়ের যে অংশে নাপাকি লেগে আছে তা দূর করবে।
৩. অজু করবে।
৪. মাথায় তিন কোষ পানি দিবে।
৫. ডান কাঁধে তিন কোষ।
৬. বাম কাঁধে তিন কোষ পানি দিবে।
৭. পুরো শরীর ধৌত করবে।
গোসলের স্থানে পানি জমলে গোসল শেষে পা ধুয়ে নেবে। গোসলের স্থানে পানি না জমলে শেষে পা ধোয়ার প্রয়োজন নেই।
حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ مَيْمُونَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم اغْتَسَلَ مِنَ الْجَنَابَةِ، فَغَسَلَ فَرْجَهُ بِيَدِهِ، ثُمَّ دَلَكَ بِهَا الْحَائِطَ ثُمَّ غَسَلَهَا، ثُمَّ تَوَضَّأَ وُضُوءَهُ لِلصَّلاَةِ، فَلَمَّا فَرَغَ مِنْ غُسْلِهِ غَسَلَ رِجْلَيْهِ.
মাইমূনাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ:
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) অপবিত্রতার গোসল করলেন। তিনি নিজের লজ্জাস্থান ধুয়ে ফেললেন। তারপর হাত দেয়ালে ঘষলেন এবং তা ধুলেন। তারপর সালাতের উযূর ন্যায় উযূ করলেন। গোসল শেষ করে তিনি তাঁর দু’পা ধুয়ে নিলেন।
সহিহ বুখারী, হাদিস নং ২৬০
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন