প্রশ্নঃ ৩৯২৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার ঘরের আয় বরকত নেই একদম।একজনের পর একজন অসুস্থ হচ্ছে।কোন দিক দিয়ে উন্নতি নেই।২ বছর ধরে সংসারে কোন আয় নেই।আমি কোন আমল লক্ষ্য করবো?আর কোন দরুদ সারাদিন মুখে পড়বো যাতে আল্লাহ আমাদের ঘরের আয় বরকত বাড়ায় দেয় এবং সবার রোগবালাই দূর হয় এবং আল্লাহ সন্তুষ্ট হয়
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সমস্যা থেকে উত্তরণের জন্য নিম্নোক্ত বিষয়গুলোর উপর গুরুত্ব দিয়ে আমল করবেন:
১. কামাই রোজগার যেন সম্পূর্ণ হালাল হয়।
২. ঘরে যেন কোন অন্যায় ও পাপাচার না হয়, সতর্ক দৃষ্টি রাখবেন।
৩. পাঁচ ওয়াক্ত নামায সময়মতো আদায় করবেন।
৪. ঘরের সকলেই কিছু সময়ে কুরআনে কারীম তিলাওয়াত করবেন।
৫. প্রতিদিন যেকোন সময় দুই রাকাত সালাতুল হাজত পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন
৬. হাঁটাচলা, উঠা-বসায় দুরুদ শরীফ ও ইস্তেগফার পড়বেন।
সংক্ষিপ্ত দুরুদ শরীফ হল: সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
সহজ দুরূদ শরীফ : আল্লাহুম্মা সাল্লি আলা- সায়্যিদিনা ওয়া মাওলানা- মুহাম্মদ, ওয়া আলা- আ-লী সায়্যিদিনা- ওয়া মাওলা-না- মুহাম্মদ, ওয়া বা-রিক ওয়া সাল্লিম।
দোয়া ইউনুস : লা- ইলাহা ইল্লা আনতা সুবহা-নাকা ইন্নী কুনতু মিনাজ য-লিমীন।
দোয়া : রাব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আন্তা আরহামুর র-হিমীন।
দোয়া : রাব্বি আন্নী মাগলুবুন ফানতাসির।
"ইয়া রাজ্জা-ক্বু" পাঁচ ওয়াক্ত ফরয নামাযের পর এগারো বার পড়বেন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন