প্রশ্নঃ ৩৯৫৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার পরিচিত বোন ডিভোর্সি(২৪)। বাবা নেই।মা, ছোট ভাইয়ের (১৪) সহ অভাবের সংসারে।এত চেষ্টা তবুও বিয়ে হচ্ছে না।বোনটি পর্দানশীন। এখন তার করনীয় কি?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ربّنا هب لنا من أزواجنا و ذريّيٰتنا قرّة أعين و اجعلنا للمتقين اماما
উচ্চারণ : রব্বানা- হাবলানা- মিন আযওয়া-জিনা- ওয়া যুররিয়্যা-তিনা- ক্বুররতা আ'য়ুন, ওয়াজ'আলনা- লিল মুত্তাকীনা ইমা-মা-।
ربّ إنّي مغلوب فانتصر
উচ্চারণ : রব্বি আন্নী মাগলুবুন ফানতাসির।
কুরআনে কারীমের এই দুটি আয়াত বেশি বেশি পড়তে বলুন।
প্রতিদিন দু রাকআত সালাতুল হাজত পড়ে আল্লাহ তাআলার কাছে দু'আ করতে বলুন।
বেশী বেশী দরুদ শরীফ ও বেশি বেশি ইস্তেগফার পড়তে বলুন।
আল্লাহ তা'আলা অবশ্যই ডাকে সাড়া দিবেন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন