ইবাতদে নিয়তের শর্ত কেন?
প্রশ্নঃ ৪০৫২১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেউ যদি এমন কোনো কাজ করে যা সুন্নত, অথচ সে তা জানে না, তাহলেও কি সে সুন্নত আদায় করেছে বলে গণ্য হবে? নাকি সুন্নত আদায় করছি এই নিয়তে সুন্নত পালন করলেই তা কেবল সুন্নত পালন হিসেবে গণ্য হবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
রাসুলুল্লাহ (সা.) বলেছেন,
" إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى،
প্রত্যেক কাজ নিয়তের সাথে সম্পর্কিত। আর মানুষ তার নিয়ত অনুযায়ী ফল পাবে।
(সহীহ বুখারী হাদীস নং: ১ আন্তর্জাতিক নং: ১)
হাদীসের লিংকঃ https://muslimbangla.com/hadith/1
অপর বর্ণনায় এসেছে, ‘নিয়ত ছাড়া কোনো আমল গৃহীত হয় না।’ (সুনানে কোবরা : ৬/৪১)
তাহলে প্রশ্ন হলো, নিয়ত কেন করতে হয় ?
এর উত্তর হলো, মৌলিকভাবে দুই কারণে নিয়ত করতে হয়।
এক. (আদত ও ইবাদত) অভ্যাস এবং ইবাদতের মাঝে পার্থক্য করার জন্য। যেমন—পানাহার পরিহার করা। কখনো খাবার সঙ্কটের কারণে, কথনো রাগের ফলে, কখনো চিকিৎসকের পরামর্শে, কখনো চাহিদা না থাকার কারণে বর্জন করা হয়। আবার কখনো বর্জন করা হয় রোজার কারণে। সুতরাং ব্যক্তি কোন করণে পানাহার বর্জন করেছে, তা জানার একমাত্র উপায় হলো নিয়ত।
দুই. এক ইবাদতকে অন্য ইবাদত থেকে পার্থক্য করার জন্য। কেননা, ইবাদত বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন—ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল মুস্তাহাব, ওয়াক্তিয়া, কাজা, ইত্যাদী। সুতরাং নিয়তের মাধ্যমেই পার্থক্য হবে সে ফরজের নিয়ত করেছে, নাকি ওয়াজিবের, নাকি সুন্নাতের নিয়ত করেছে।
সম্মানিত প্রশ্নকারী!
উপরোক্ত বর্ণনা থেকে আশা করছি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। যে, কোনো কাজ সুন্নত অনুযায়ী হওয়ার জন্য অবশ্যই সুন্নত আদায়ের নিয়তেই করতে হবে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
উস্তাজুল ইফতা, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন