প্রশ্নঃ ৪০৯৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আচ্ছালামু আ'লাইকুম, কোনো ব্যক্তি ২০১৪ সালে রমজানের ২টি রোজা ২০১৫ সালে রমজানের ৫টি রোজা ২০১৬ সালে ৩ টি রোজা রেখে ভেঙ্গে ফেলেছে। এখন কাফফারা কি ১টি রাখবে নাকি ৩টি রাখবে।
কোনো ব্যক্তি বালেগ হওয়ার পর ফরয গোসল সম্পর্কে জানতো না, এভাবে কয়েক বছর কেটে গেল পরে ফরয গোসল সম্পর্কে জানতে পারে। এখন তার উক্ত বছরের নামাজ গুলো কি হবে? আর রমজান এর রোজা?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
১. অজ্ঞতাবশত কয়েক বছরের রোজা রেখে ভেঙে ফেলেছে। রোযা ভাঙ্গার ধরণ কেমন ছিল? অর্থাৎ কোনো খাবার খেয়ে রোজা ভেঙেছে? নাকি স্বামী স্ত্রীর মিলন করে রোজা ভেঙেছে?
সঠিক উত্তর দেয়ার জন্য এই বিষয়টির বর্ণনা লাগবে।
২. বালেগ হওয়ার পর ফরজ গোসল সম্পর্কে সঠিক ইলেম না থাকার কারণে যে নামাজ নষ্ট করেছে, তার জন্য তওবা করতে হবে। আল্লাহ তাআলার কাছে কায়মনোবাক্যে মাফ চাইতে হবে। সেদিনগুলোর হিসেব বের করে নামাজ কাজা পড়ে নিতে হবে। আর যদি হিসাব লাগানো সম্ভব না হয়, তাহলে যথাসাধ্য সর্বোচ্চ পর্যায়ের অনুমানিক হিসেব করে নিবে এবং সেই ভিত্তিতে নামায কাযা পড়ে নিবে। রমাযানের যে রোজাগুলো রাখা হয়নি, সেগুলো এখন কাযা করে নিতে হবে।
অতঃপর এই ভুলের জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চেয়ে তওবা করে নিবে।
أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ نَسِيَ صَلَاةً فَلْيُصَلِّهَا إِذَا ذَكَرَهَا»
আনাস (রাঃ) থেকে বর্ণিতঃ:
তিনি বলেন : রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন : যে ব্যক্তি সালাত ভুলে যায়, তারপর যখন স্মরণ হয় তখন যেন সে তা আদায় করে নেয়।
সুনানে আন-নাসায়ী, হাদিস নং ৬১৩
ثُمَّ اِنَّ رَبَّکَ لِلَّذِیۡنَ عَمِلُوا السُّوۡٓءَ بِجَہَالَۃٍ ثُمَّ تَابُوۡا مِنۡۢ بَعۡدِ ذٰلِکَ وَاَصۡلَحُوۡۤا ۙ اِنَّ رَبَّکَ مِنۡۢ بَعۡدِہَا لَغَفُوۡرٌ رَّحِیۡمٌ ٪
(আন নাহল - ১১৯)
অনন্তর যারা অজ্ঞতাবশতঃ মন্দ কাজ করে, অতঃপর তওবা করে এবং নিজেকে সংশোধন করে নেয়, আপনার পালনকর্তা এসবের পরে তাদের জন্যে অবশ্যই ক্ষমাশীল, দয়ালু।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন