প্রশ্নঃ ৪১০৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম
আমার প্রশ্নটি হচ্ছে পিতার ১০ লাখ টাকা দুই ভাই-এক বোনে মধ্যে কিভাবে বন্টিত হবে??
আর মহিলারা সর্বমোট কত জায়গা থেকে সম্পদ পাবে?? কার কার থেকে সম্পদ পাবে??
অনুগ্রহ করে একটু তাড়াতাড়ি জানাবেন।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
পিতার দশ লক্ষ টাকা দুই ভাই এক বোনের মধ্যে কিভাবে বন্টন হবে? আপনি এ প্রশ্ন করেছেন।
আমার জিজ্ঞাসার বিষয় হলো, পিতা অর্থাৎ মৃত ব্যক্তি মৃত্যুবরণ করার সময় ওয়ারিশ হিসেবে আর কাকে রেখে গেছেন?
যদি তার স্ত্রী অথবা পিতা-মাতাদের কেউ একজন বেঁচে থাকেন তাহলে তার উল্লেখ করতে হবে। এবং নতুনভাবে বন্টন করতে হবে।
আর যদি তিনি মৃত্যুবরণ করার সময় শুধুমাত্র দুই ছেলে ও এক মেয়ে রেখে মারা যান। সম্পদ হিসেবে দশ লক্ষ টাকা রেখে যান। তবে এ দশ লক্ষ টাকা থেকে ছেলেরা একেকজন চার লক্ষ টাকা করে আট লক্ষ টাকা পাবে। মেয়ে দুই লক্ষ টাকা পাবে।
উল্লেখ্য : মৃত ব্যক্তির স্ত্রী অথবা পিতা-মাতার কেউ একজন থাকলে বন্টন ভিন্ন রকম হবে।
মেয়েরা মিরাশী সম্পত্তি পায় : পিতা, মাতা, আপন ভাই, বাপ শরিক ভাই, মা শরীক ভাই, আপন বোন, বাপ শরীক বোন, মা শরিক বোন, স্বামী, ছেলে, মেয়ে, ছেলের ঘরের নাতি ও নাতনি, মেয়ের ঘরের নাতি ও নাতনি দের কাছ থেকে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন