প্রশ্নঃ ৪৪৫৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুআলাইকুম
আমি একজন ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রী।
মেয়েদের জন্য পেশা হিসেবে এটি কেমন?আমি কি ইঞ্জিনিয়ারিংকে পেশা হিসেবে নেওয়া ঠিক?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
وعلیکم السلام ورحمة الله وبركاته
আপনি যদি আল্লাহর দেয়া বিধানগুলো বিশেষতঃ আপনার ইজ্জত আব্রু তথা পর্দার বিধান পরিপূর্ণভাবে মেনে এই পেশা গ্রহণ করতে চান তবে নিষেধ করা হবে না।
উল্লেখ্য : আমরা মুসলমান হিসেবে আমাদের ইজ্জত সম্মান ও সফলতা তাতেই রয়েছে, যেভাবে আমাদের পূর্বসূরিরা অতিবাহিত হয়েছেন। অর্থাৎ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তাঁর প্রিয় সাহাবায়ে কেরামের জীবনাচার আমাদের জন্য উত্তম আদর্শ।
وَالسّٰبِقُوۡنَ الۡاَوَّلُوۡنَ مِنَ الۡمُہٰجِرِیۡنَ وَالۡاَنۡصَارِ وَالَّذِیۡنَ اتَّبَعُوۡہُمۡ بِاِحۡسَانٍ ۙ رَّضِیَ اللّٰہُ عَنۡہُمۡ وَرَضُوۡا عَنۡہُ وَاَعَدَّ لَہُمۡ جَنّٰتٍ تَجۡرِیۡ تَحۡتَہَا الۡاَنۡہٰرُ خٰلِدِیۡنَ فِیۡہَاۤ اَبَدًا ؕ ذٰلِکَ الۡفَوۡزُ الۡعَظِیۡمُ
আর যারা সর্বপ্রথম হিজরতকারী ও আনছারদের মাঝে পুরাতন, এবং যারা তাদের অনুসরণ করেছে, আল্লাহ সে সমস্ত লোকদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও তাঁর প্রতি সন্তুষ্ট হয়েছে। আর তাদের জন্য প্রস্তুত রেখেছেন কানন-কুঞ্জ, যার তলদেশ দিয়ে প্রবাহিত প্রস্রবণসমূহ। সেখানে তারা থাকবে চিরকাল। এটাই হল মহান কৃতকার্যতা।
—আত তাওবাহ্ - ১০০
- المرأةُ إذا صلَّت خَمسَها وصامت شهرَها وأحصنت فرجَها وأطاعت بعلَها فلتدخل من أيِّ أبوابِ الجنَّةِ شاءَت.
নারী যখন তার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। রমজান মাসে রোজা রাখে। নিজের লজ্জা হেফাজত করে (তথা পর্দা মেনে চলে) এবং তার স্বামীর আনুগত্য করে। তবে সে জান্নাতের যে কোন দরজা দিয়ে প্রবেশ করতে পারবে।
الراوي: أنس بن مالك | المحدث: ابن حجر العسقلاني | المصدر: تخريج مشكاة المصابيح
الصفحة أو الرقم: 3/300
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন