প্রশ্নঃ ৪৯৬২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আবদুর রহমানের ভাই তাকে বেশ কিছুদিন আগে কিছু জামা কাপড় উপহার দেয়।আবদুর রহমান সেসময় সেগুলো গ্রহণ করে এবং ব্যাবহার করে।
পরবর্তীতে তার মাঝে কিছুটা পরিবর্তন আসায় সে হালাল হারাম সম্পর্কে অবগত থাকার চেষ্টা করে।
এক্ষেত্রে এতদিন পর সেসব জামা কাপড় ক্রয় করার টাকার ইনকাম সোর্স কি ছিল সেটা জানাও সম্ভব নয়।আবার সরাসরি জিজ্ঞেস করলেও সঠিক উত্তর পাওয়া যাবে কিনা জানা নেই।
এক্ষেত্রে এসব জামা কাপড় পড়ে কি নামাজ আদায় করা যাবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সুনিশ্চিত ভাবে কারো সম্বন্ধে না জানলে কোন মুসলমানের কামাই রিজিক সম্পর্কে অযথা সন্দেহ সংশয় পোষণ করা মোটেই উচিত নয়।
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ النُّفَيْلِيُّ ، حَدَّثَنَا زُهَيْرٌ ، حَدَّثَنَا سِمَاكُ بْنُ حَرْبٍ ، حَدَّثَنِي قَبِيصَةُ بْنُ هُلْبٍ ، عَنْ أَبِيهِ قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَسَأَلَهُ رَجُلٌ فَقَالَ : إِنَّ مِنَ الطَّعَامِ طَعَامًا أَتَحَرَّجُ مِنْهُ. فَقَالَ : " لَا يَتَخَلَّجَنَّ فِي صَدْرِكَ شَيْءٌ ضَارَعْتَ فِيهِ النَّصْرَانِيَّةَ ".
ক্বাবীসাহ ইবনু হুলব রহ. হতে তার পিতার সূত্র থেকে বর্ণিত:
তিনি বলেন, আমি এক ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম-কে প্রশ্ন করতে শুনেছি, সে বললো, এমন খাবার আছে কি যা আমি অপছন্দ করবো?
তিনি বললেন, তোমার মনে যেন কোন হালাল বস্তু সংশয় সৃষ্টি না করে। তাহলে তুমি নাসারাদের সদৃশ হবে। কেননা তারা প্রত্যেক জিনিসে সংশয় বোধ করতো।
সুনানে আবু দাউদ, হাদিস নং ৩৭৮৪
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন