প্রশ্নঃ ৪৯৯৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রশ্ন যদি কোন ব্যক্তি গোসলের ফরজ না জানে তাহলে কি তার নামাজ রোজা হজ এমনকি তার সন্তানাদি ভালো হবে কি
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
পবিত্রতা ঈমানের অর্ধেক। পবিত্রতা ছাড়া ঈমান অপূর্ণাঙ্গ।
অপূর্ণ ঈমান দিয়ে নামায রোযা কী করে ভালো হবে?
নাপাক লোকের সন্তান কী করে নেক হবে?
দুনিয়ার সব শিক্ষা কষ্টসাধ্য ও ব্যয়বহুল হওয়া সত্ত্বেও সেগুলোর পিছনে আমরা অনন্তর ছুটছি। কিন্তু ঈমান শিক্ষা, ইসলামের মৌলিক শিক্ষাগুলো থেকে আমরা উদাসীনতা প্রদর্শন করছি। আমরা নিজেরাও এ শিক্ষা গ্রহণ করা উচিত। আমাদের ছোট বাচ্চাদেরকেও অন্যান্য সকল শিক্ষার পূর্বে ইসলামের মৌলিক শিক্ষা দেয়া উচিত। এরপর অন্যান্য শিক্ষা অর্জনের পিছনে সময় দেয়া যাবে ইনশাআল্লাহ।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন