অলসতা দূর করার দোয়া
প্রশ্নঃ ৫১২৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অলসতা দূর করার দোয়া বা উপায়।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
অলসতা দূর করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শিখানো এই দোয়াটি পড়ুন।
«اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الهَمِّ وَالحَزَنِ، وَالعَجْزِ وَالكَسَلِ، وَالبُخْلِ وَالجُبْنِ، وَضَلَعِ الدَّيْنِ، وَغَلَبَةِ الرِّجَالِ»
‘ইয়া আল্লাহ! আমি দুশ্চিন্তা ও পেরেশানী থেকে, অক্ষমতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণভার ও লোকজনের প্রাধান্য থেকে আপনার কাছে পানাহ চাচ্ছি।’
সহীহ বুখারী
হাদীস নং: ২৬৯৪ আন্তর্জাতিক নং: ২৮৯৩
والله اعلم بالصواب
উত্তর দাতা:
রেফারেন্স উত্তর :
প্রশ্নঃ ৫১৭৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ১অলসতা দুর করার দুআ । 2 লম্বা হতে গেলে কোন দুআ পরতে হয়। 3 টেলিভশন দেখা থেকে বিরত থাকার উপায় বা দুআ।4কুরান শরীফ এ যে চিহ্ন থাকে সে চিহ্নগুলোর কোন গুলো আসলে থামতে হবে এবং কোন গুলো আসলে থামতে হবে না এবং তাদের নাম।5 কোন দুআ পরলে দুআ কবুল হবেই হবে , আমি শুনেছি, সুরাহ তাহ-রিম এর 11 নং আয়ত পড়লে বলে দুআ কবুল হবেই হবে। কেন?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
১. অলসতা দূর করার দোয়া :
اللهم إني أعوذ بك من الهم والحزن و أعوذ بك من العجز و الكسل و أعوذ بك من الجبن و البخل و أعوذ بك من غلبة الدين و قهر الرجال
হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই চিন্তা পেরেশানি থেকে এবং আমি আপনার কাছে আশ্রয় চাই অপারগতা ও অলসতা থেকে এবং আমি আপনার কাছে আশ্রয় চাই কাপুরুষতার ও কৃপণতা থেকে এবং আমি আপনার কাছে আশ্রয় চাই ঋণের বোঝা ও মানুষের ক্ষোভ থেকে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন