কাজা নামাজের জন্য কি তাওবাই যথেষ্ট?
প্রশ্নঃ ৫১৮৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি হিসাব করে দেখেছি আমার মোটামুটি ১১ বছরের নামাজ কাযা হয়েছে বা ছুটে গেছে। আলহাদুলিল্লাহ আমার নামাজ এখন সহজে কাযা হয় না হলেও সাথে সাথে কাযা করে নিই। আমি তওবা করে নিয়েছি। আমার প্রশ্ন হলো আমার ঐ ছুটে যাওয়া নামাজ বা কাযা নামাজ এখন কি কাযা করতে হবে বা হলে কিভাবে আদায় করব? বিস্তারিত বললে অনেক উপকৃত হতাম, এই বিষটি নিয়ে খুব দ্বিধাদ্বন্দে আছি?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
তাওবার পূর্ণতা হল অতীতে কারো হক নষ্ট করে থাকলে সেই ক্ষতি পূরণ করে দেয়া। আল্লাহর হক অত্যাধিক পরিশোধযোগ্য। বিধায় এই নামাযগুলো অবশ্যই কাযা করে নিতে হবে। নামাযগুলো কাযা করার দুটি পদ্ধতি রয়েছে। -
والله اعلم بالصواب
উত্তর দাতা:
রেফারেন্স উত্তর :
প্রশ্নঃ ৪১০০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। আমার ৫ বছরের নামাজ কাযা আছে।আমি সেগুলা আদায় করতে চায়।এখন এতো বছরের নামাযের নিয়ত কি করে করবো।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
পূর্বের জীবনে অবহেলাজনিত যে নামাজগুলো কাজা হয়ে গেছে, এখন সেগুলো অবশ্যই পড়তে হবে। দু ভাবে এগুলোকে আদায় করা যায়।
১. যখনই সুযোগ পাওয়া যায় এক ওয়াক্তের নামাজ পড়তে থাকা।
উদাহরণস্বরূপ, প্রথমে ফজরের নামাজ পড়তে থাকুন। এক পর্যায়ে যখন মনে হবে আর ফজরের নামায বাকি নেই, সবগুলো পড়া হয়েছে। তখন জোহরের নামাজ একইভাবে পড়তে থাকা। এভাবে সবগুলো নামাজ শেষ করা।
২. দ্বিতীয় পদ্ধতি হলো: প্রত্যেক ওয়াক্তে ঐ ওয়াক্তের নামায কাযা করা।
নিয়ত এভাবে করবেন, আমার জীবনের সর্বপ্রথম যে ফরজ নামাজটি আমার জিম্মায় রয়ে গেছে তা আদায় করছি। প্রতিবার একইভাবে নিয়ত করবেন। যেহেতু একটি নামাজ পড়ার পর পরবর্তী নামাজ প্রথম হয়ে যাবে। সুতরাং নিয়ত করতে এভাবেই নিয়ত করবে- আমার জীবনের সর্বপ্রথম যে জোহর নামাজ আমার জিম্মায় রয়ে গেছে, তা আদায় করছি।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন