প্রশ্নঃ ৫৩০২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ১. এমন কোনো প্রসিদ্ধ আমল আছে কি যে আমল করলে আমি আল্লাহকে পেতে পারি ??
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
১. সর্বপ্রকার গুনাহ বর্জন করুন।
২. বেশি বেশি ইস্তিগফার করুন।
৩. বেশী বেশী দরুদ শরীফ পড়ুন।
এরপর আল্লাহ তাআলাকে যখনই ডাকবেন আল্লাহ তাআলা আপনার অতি নিকটে থাকবেন।
আল্লাহ তাআলা ইরশাদ করেন :
وَاِذَا سَاَلَکَ عِبَادِیۡ عَنِّیۡ فَاِنِّیۡ قَرِیۡبٌ ؕ اُجِیۡبُ دَعۡوَۃَ الدَّاعِ اِذَا دَعَانِ ۙ فَلۡیَسۡتَجِیۡبُوۡا لِیۡ وَلۡیُؤۡمِنُوۡا بِیۡ لَعَلَّہُمۡ یَرۡشُدُوۡنَ
আর আমার বান্দারা যখন তোমার কাছে জিজ্ঞেস করে আমার ব্যাপারে বস্তুতঃ আমি রয়েছি সন্নিকটে। যারা প্রার্থনা করে, তাদের প্রার্থনা কবুল করে নেই, যখন আমার কাছে প্রার্থনা করে। কাজেই আমার হুকুম মান্য করা এবং আমার প্রতি নিঃসংশয়ে বিশ্বাস করা তাদের একান্ত কর্তব্য। যাতে তারা সৎপথে আসতে পারে।
—আল বাকারা - ১৮৬
আপনি আল্লাহকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন