প্রশ্নঃ ৫৫২৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ আমি মোহাম্মদ তাকরিম মোল্লা আমি ভারত থেকে বলছি আমার প্রশ্ন হল যখন কোন মানুষ মারা যায় সেই মৃত্যু ব্যক্তির বাড়ির লোকেরা যদি মৃত্যু ব্যক্তির মৃত্যুর দিনেই যদি ইফতারের জন্য মুসল্লীদেরকে দাওয়াত করে তাহলে কি সেই মৃত ব্যক্তির বাড়ি থেকে যেদিন ব্যক্তি মৃত্যুবরণ করেছে সেই দিনই তার বাড়ি থেকে ইফতার করা যাবে কি যাবে না আশা করব কোরআন ও হাদিস ভিত্তিক উত্তর কামনা করি ইনশাআল্লাহ
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মৃত ব্যক্তির বাড়িতে খাওয়া দাওয়া করা, রান্না-বান্না করা, মেহমানদারী করা কোনোটিই মৌলিক দিক বিবেচনায় নিষেধ নয়।
তবে এলাকার লোকজন একত্র হয়ে মৃত ব্যক্তির বাড়িতে খাওয়া দাওয়া করা ।আনুষ্ঠানিকতা করা এবং সেখান শোক পালনে যোগ দেয়া। ধীরে ধীরে কুসংস্কারও বিদআতের দিকে নিয়ে যেতে পারে। অতএব আনুষ্ঠানিকতা বর্জনীয়।
অবশ্য কোন প্রতিবেশী মারা গেলে তার পরিবার যেন তিন দিন পর্যন্ত শোক পালন করতে পারে। এজন্য তাদের বাড়িতে খাবার পাঠানোর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশ রয়েছে।
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنِي جَعْفَرُ بْنُ خَالِدٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " اصْنَعُوا لآلِ جَعْفَرٍ طَعَامًا فَإِنَّهُ قَدْ أَتَاهُمْ أَمْرٌ شَغَلَهُمْ " .
আবদুল্লাহ ইবনু জা’ফর রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ তোমরা জা’ফরের পরিবারের জন্য খাবার তৈরি করো। কারণ তাদের কাছে এমন দুঃসংবাদ এসেছে যা তাদেরকে ব্যস্ত রাখবে।
সুনানে আবু দাউদ, হাদিস নং ৩১৩২
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন