প্রশ্নঃ ৫৫৩৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শশুর শাশুড়ি যদি অন্যায় আচরণ করে তাহলে তাদের সাথে তর্কে লিপ্ত হওয়া যাবে কিনা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
পবিত্র কুরআনুল কারীমে পিতা-মাতার সঙ্গে সর্বোচ্চ সুন্দর আচরণ করার নির্দেশ দিয়েছে। তাদের কথার প্রতি উত্তরে "উফ" বলতে পর্যন্ত নিষেধ করা হয়েছে।
وَقَضٰی رَبُّکَ اَلَّا تَعۡبُدُوۡۤا اِلَّاۤ اِیَّاہُ وَبِالۡوَالِدَیۡنِ اِحۡسَانًا ؕ اِمَّا یَبۡلُغَنَّ عِنۡدَکَ الۡکِبَرَ اَحَدُہُمَاۤ اَوۡ کِلٰہُمَا فَلَا تَقُلۡ لَّہُمَاۤ اُفٍّ وَّلَا تَنۡہَرۡہُمَا وَقُلۡ لَّہُمَا قَوۡلًا کَرِیۡمًا
তােমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে , তাকে ছাড়া অন্য কারও ইবাদত করাে না পিতা - মাতার সাথে সদ্ব্যবহার করাে , পিতা - মাতার কোনও একজন কিংবা উভয়ে যদি তােমার কাছে বার্ধক্যে উপনীত হয় , তবে তাদেরকে উ পর্যন্ত বলাে না এবং তাদেরকে ধমক দিও না ; বরং তাদের সাথে সম্মানজনক কথা বলাে ।
—বনী-ইসরাঈল - ২৩
শ্বশুর-শাশুড়ি যদিও সরাসরি পিতা-মাতা নন। তদুপরি স্ত্রীর সূত্রে তাদেরকে পিতা-মাতার মতো মর্যাদা দেয়া হয়েছে। এজন্যই তো কোনো কারণে স্ত্রীর সঙ্গে তালাক হয়ে গেলেও শাশুড়ি আজীবন মায়ের মতো মাহারাম থেকে যান।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন