রোজা অবস্থায় এন্ডোসকপি (Endoscopy) করা যাবে?
প্রশ্নঃ ৫৮২৪৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, endross copy করলে কি রোযা ভেঙ্গে যায়?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
পাকস্থলী ও হৃৎপিণ্ডের বিভিন্ন রোগের পরীক্ষার জন্য চিকন লম্বা একটি পাইপ রোগীর মুখ দিয়ে পাকস্থলীতে প্রবেশ করানো হয়। যার মাথায় একটি বাল্ব থাকে। এই পাইপের সঙ্গে কম্পিউটার মনিটরের সংযোগ থাকে। এর সাহায্যে চিকিৎসকরা রোগীর পেটের অবস্থা পরীক্ষা পূর্বক রোগ নির্ণয় করে থাকেন।
চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় একে এন্ডোসকপি (Endoscopy) বলা হয়। সাধারণত এন্ডোসকপিতে নল বা বাল্বের সাথে কোনো ওষুধ লাগানো। থাকে না। তাই স্বাভাবিক অবস্থায় এন্ডোসকপির কারণে রোযা ভঙ্গ হয়। না। তবে কোনো কোনো ক্ষেত্রে এন্ডোসকপির সময় নল বা বাল্বে ওষুধ ব্যবহার করা হয়ে থাকে। এমনটি হলে এর দ্বারা রোযা ভেঙ্গে যাবে। তদ্রূপ টেষ্টের প্রয়োজনে কখনো পাইপের ভিতর দিয়ে পানি ছিটানো হয়। এমনটি করলেও রোযা ভেঙ্গে যাবে। তাই এই পরীক্ষাটি রাতে করাই উচিত হবে। -বাদায়েউস সানায়ে ২/৯৩; ফাতাওয়া হিন্দিয়া ১/২০৪; আদ্দুররুল মুখতার ২/৩৯৬; ফিকহুন নাওয়াযিল ২/২৯৬; জাদীদ ফিকহী মাসায়েল ১/১২৬; রমযান আওর জাদীদ মাসায়েল পৃ. ১৯৫, রমজানের আধুনিক মাসায়েল
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
