প্রশ্নঃ ৬৩০১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, 1. বাবার আগে ছেলে যদি মারা যায় আর ওই ছেলের বিবাহ হয়েছে ছেলে মেয়ে ও আছে তাহলে সম্পদ কিভাবে বন্টন হবে ?
যদি ও এরা 13 ভাই বোন 8 ভাই 5 বোন.
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
السلام عليكم ورحمة الله وبركاته
ছেলে মারা যাওয়ার সময় তার স্ত্রী সন্তান ওবাবা-মা এবং ভাই বোন রেখে মারা গেছে।
তাহলে স্ত্রী ৮ ভাগের এক ভাগ পাবে। মা ৬ ভাগের এক ভাগ। বাবা ৬ ভাগের এক ভাগ পাবে। অবশিষ্ট সম্পত্তি ছেলেমেয়েরা পেয়ে যাবে। দুই মেয়ে সমপরিমাণ এক ছেলে পাবে।
মৃত ব্যক্তির ছেলে অথবা বাবা থাকলে ভাই বোন কিছুই পাবে না।
বন্টননামা : মৃত ব্যক্তির স্থাবর-অস্থাবর সম্পত্তি ২৪ ভাগ হবে। তিন ভাগ স্ত্রী। চার ভাগ মা। চার ভাগ বাবা পাবে। অবশিষ্ট ১৩ ভাগ ছেলে-মেয়েদের মাঝে বন্টন হবে। দুই মেয়ের সমপরিমাণ এক ছেলে পাবে।
উল্লেখ্য : সকল ওয়ারিসের বিস্তারিত বর্ণনা থাকলে আমরা বিস্তারিত মাসআলাহ বলে দিতে পারতাম।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন