প্রশ্নঃ ৬৪১২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, চোখের গুনাহ হয়েই যায়। এত ফেতনা, কিভাবে বাচব?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
চোখের গুনাহ থেকে বাঁচার জন্য প্রথমত ঈমানী শক্তি বাড়াতে হবে। ঈমানী শক্তি বাড়ে নেক লোকদের সংশ্রবে থাকলে। কুরআন তিলাওয়াত করলে এবং আখিরাতের রহমত ও আযাবের আলোচনা বেশি বেশি হলে।
এছাড়া গুনাহ থেকে বাঁচার জন্য হালাল খাদ্যের বিশেষ প্রভাব রয়েছে।
পথে-ঘাটে চলতে চক্ষু অবনত রাখার বিকল্প নেই।
আল্লাহ তা'আলা পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেন।
قُلۡ لِّلۡمُؤۡمِنِیۡنَ یَغُضُّوۡا مِنۡ اَبۡصَارِہِمۡ وَیَحۡفَظُوۡا فُرُوۡجَہُمۡ ؕ ذٰلِکَ اَزۡکٰی لَہُمۡ ؕ اِنَّ اللّٰہَ خَبِیۡرٌۢ بِمَا یَصۡنَعُوۡنَ
মুমিন পুরুষদের বল, তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এটাই তাদের জন্য শ্তদ্বতর। তারা যা-কিছু করে আল্লাহ সে সম্পর্কে পরিপূর্ণ অবগত।
—আন নূর - ৩০
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন