প্রশ্নঃ ৭০৭৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ১. সকাল সন্ধ্যার আমল/ সকাল সন্ধ্যার মাসনুন দোয়া ও যিকির আমি কি হেটে হেটে করতে পারবো?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
السلام عليكم ورحمة الله وبركاته
বসে, দাঁড়িয়ে অথবা শুয়ে শুয়ে, এমনকি হাঁটতে হাঁটতে সকাল সন্ধ্যার আমল তথা মাসনুন দোয়াগুলো পড়তে পারবেন।
তবে উত্তম হলো দেহমন একত্র করে জমে বসে আল্লাহমুখী হয়ে এইসব জিকিরগুলো পূর্ণ করা।
পবিত্র কুর'আনুল কারীমে আল্লাহ তায়ালা ইরশাদ করেন-
الَّذِیۡنَ یَذۡکُرُوۡنَ اللّٰہَ قِیٰمًا وَّقُعُوۡدًا وَّعَلٰی جُنُوۡبِہِمۡ وَیَتَفَکَّرُوۡنَ فِیۡ خَلۡقِ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ۚ رَبَّنَا مَا خَلَقۡتَ ہٰذَا بَاطِلًا ۚ سُبۡحٰنَکَ فَقِنَا عَذَابَ النَّارِ
যারা দঁাঁড়িয়ে, বসে ও শুয়ে আল্লাহ্কে স্মরণ করে এবং আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টি সম্বন্ধে চিন্তকরে ও বলে, ‘হে আমাদের প্রতিপালক! তুমি এটা নিরর্থক সৃষ্টি কর নাই, তুমি পবিত্র, তুমি আমাদেরকে দোজখের শাস্তি হতে রক্ষা কর।
—আল ইমরান - ১৯১
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন