প্রশ্নঃ ৭৩১৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শায়েখ, আমার প্রশ্ন:
আজকাল কার সমাজে নারিদের প্রায়ই দেখি হাফ শার্ট-জিন্স পরে ঘুরাঘুরি করে। ইসলামের নিয়ম আনুসারে, আমি মুখ ফিরিয়ে নাহলে নিচে তাকিয়ে হাটাচলা করি। কিন্তু যখনি আমার পরিচিত কেউ খেয়াল করে, তখনি আমাকে জিজ্ঞাসা করে -"আমি তাদের দিকে কেনো মনযোগ দেইনা?" আর আমাকে তাদের দিকে তাকাতে বাধ্য করে।
এখন আমার করনীয় কি তা জানতে চাই?? কিভাবে এই পরিস্থিতি থেকে পানাহ পাবো??
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
السلام عليكم ورحمة الله وبركاته
সমাজ ও রাষ্ট্রব্যবস্থা ইসলামী না হলে ব্যক্তি জীবনে পরিপূর্ণ ইসলাম পালন সম্ভব নয়। ব্যক্তি তো সমাজ ও রাষ্ট্রেরই অংশ।
আমাদের এই পরিবেশে কিছু কিছু জায়গায় নিজের সদিচ্ছা থাকা সত্ত্বেও দৃষ্টির হেফাজত করা, অশ্লীলতা থেকে মুক্ত থাকা কঠিন হয়ে যায়। এ ধরনের পরিস্থিতিতে চক্ষু অবনত রাখার বিকল্প নেই।
আপনি ঐসব ব্যক্তিদের টীকাটিপ্পনী না শুনে আল্লাহর হুকুম সামনে রেখে দৃষ্টি অবনত রাখবেন। নাজায়েয ও অশ্লীল জিনিস দেখা থেকে নিজেকে হেফাজত করবেন।
আল্লাহ আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ।
পবিত্র কুর'আনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন-
قُلۡ لِّلۡمُؤۡمِنِیۡنَ یَغُضُّوۡا مِنۡ اَبۡصَارِہِمۡ وَیَحۡفَظُوۡا فُرُوۡجَہُمۡ ؕ ذٰلِکَ اَزۡکٰی لَہُمۡ ؕ اِنَّ اللّٰہَ خَبِیۡرٌۢ بِمَا یَصۡنَعُوۡنَ
মু’মিনদেরকে বল, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে এবং তাদের লজ্জাস্থানের হিফাযত করে; এটাই তাদের জন্যে উত্তম। এরা যা করে নিশ্চয় আল্লাহ্ সে বিষয়ে সম্যক অবহিত।
—আন নূর - ৩০
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন