প্রশ্নঃ ৭৩৪৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম।
আমাদের গ্রামের বাড়িতে অনেক পরিবার সরকারের অনুমতি ছাড়া গ্যাস সংযোগ দিয়েছে। তাদেরকে যদি বলা হয়, "এরূপ উপায়ে গ্যাস ব্যবহার হারাম", তাহলে তারা বলে- তারা এখনো গ্যাসের বিল দেওয়ার বই পায়নি কিন্তু তারা গ্যাসের জন্য অনেক আগেই আবেদন করে রেখেছে। তারা যখন গ্যাস বিলের বই সরকার থেকে পাবে তখন তাদের জরিমানা হবে বা যে পরিমান বিল আসার কথা সে পরিমান গ্যাস বিল একসাথে নিবে।( অর্থাৎ তারা জরিমানা প্রদান করবে)
এরূপ পন্থায় গ্যাস ব্যবহার কি হালাল?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ওয়া আলাইকুমুস সালাম,
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ অনুমোদন ব্যতীত তাদের জন্য গ্যাস সংযোগ নেওয়া এবং তা ব্যবহার করা অন্যায় হয়েছে। এবং এভাবে যতদিন ব্যবহার করবে,অন্যায় হতে থাকবে।
এতে অন্যের সম্পদ আত্মসাৎ করার গুনাহ হয়েছে। এখন তাদের কর্তব্য হল, তারা যে ক’দিন এভাবে গ্যাস ব্যবহার করেছেন এর ন্যায্য বিল গ্যাসঅফিসে যোগাযোগ করে বা অন্য কোনো পদ্ধতিতে সরকারি খাতে পৌঁছে দিতে চেষ্টা করা। যদি তা সম্ভব না হয় তবে সমপরিমাণ টাকা গরীব-মিসকিনদের দিয়ে দেওয়া। এবং এই অবৈধ কাজের জন্য তওবা-ইস্তিগফার করা। এবং ভবিষ্যতে অবৈধ গ্যাস ব্যবহার না করা।
-আদ্দুররুল মুখতার ৪/২৮৩; আলমাওসূআতুল ফিকহিয়্যা আলকুওয়াইতিয়্যা ৮/২৬২
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন