কি আমল করলে মৃত্যর সময় আল্লাহ আমার উপর খুশি থাকবেন?
প্রশ্নঃ ৭৪২৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এমন কি করলে আমি বুঝতে পারবো যে আমার মৃত্যর সময় আমার আল্লাহ আমার উপর খুশি থাকবেন? আমার শেষ সময় একমাত্র আমার আল্লাহকে খুশি করাতে সক্ষম হবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
শিরক মুক্ত ঈমানের উপর অটল অবিচল থাকা, রিয়া মুক্ত নেক আমলগুলো নিয়মিত জারি রাখা, বিদআত মুক্ত সুন্নতি জীবন যাপন করা। এটিই একমাত্র পথ। যার ফলে মৃত্যুর সময় আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আসবে।
পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন-
اِنَّ الَّذِیۡنَ قَالُوۡا رَبُّنَا اللّٰہُ ثُمَّ اسۡتَقَامُوۡا تَتَنَزَّلُ عَلَیۡہِمُ الۡمَلٰٓئِکَۃُ اَلَّا تَخَافُوۡا وَلَا تَحۡزَنُوۡا وَاَبۡشِرُوۡا بِالۡجَنَّۃِ الَّتِیۡ کُنۡتُمۡ تُوۡعَدُوۡنَ
যারা বলে, ‘আমাদের প্রতিপালক আল্লাহ্’, এরপর অবিচলিত থাকে, তাদের নিকট অবতীর্ণ হয় ফেরেশতা এবং বলে, ‘তোমরা ভীত হয়ো না, চিন্তিত হয়ো না এবং তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার জন্যে আনন্দিত হও।
—হা-মীম সেজদাহ্ - ৩০
نَحۡنُ اَوۡلِیٰٓؤُکُمۡ فِی الۡحَیٰوۃِ الدُّنۡیَا وَفِی الۡاٰخِرَۃِ ۚ وَلَکُمۡ فِیۡہَا مَا تَشۡتَہِیۡۤ اَنۡفُسُکُمۡ وَلَکُمۡ فِیۡہَا مَا تَدَّعُوۡنَ ؕ
‘আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে ও আখিরাতে। সেখানে তোমাদের জন্যে রয়েছে যা কিছু তোমাদের মন চায় এবং সেখানে তোমাদের জন্যে রয়েছে যা তোমরা র্ফমায়েশ কর।’
—হা-মীম সেজদাহ্ - ৩১
نُزُلًا مِّنۡ غَفُوۡرٍ رَّحِیۡمٍ ٪
এটা ক্ষমাশীল, পরম দয়ালু আল্লাহ্ র পক্ষ হতে আপ্যায়ন।
—হা-মীম সেজদাহ্ - ৩২
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া মুহাম্মাদিয়া আরাবিয়া মোহাম্মদপুর, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন