আপনার জিজ্ঞাসা/মাসায়েল

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

৩৮৩১
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাপ যদি সন্তানের কাছে ওয়াদা করে সন্তানের বাড়ি লিখে নেয় এই বলে যে তোর বাড়ি আমার কাছে আমানত হিসেবে রাখ। যখন তোর প্রয়োজন হবে তখন তোর আমানত তোকে ফেরত দিব। সন্তান তার কথা মত তার বাপ কে তার সমস্ত সম্পত্তির 60% তার বাবার নামে লেখে দেয়। কিন্তু এখন তার বাবা সম্পূর্ণ অস্বীকার করে যে সে এরকম কোনো ওয়াদা করে নি। আর বলে যে সে তার সন্তান এর পিছনে ছোট বেলা থেকে এই পর্যন্ত যত খরচ করেছে এটা সেই খরচ হিসেবে তার প্রাপ্য। এমনকি সন্তান যে বাড়িতে থাকে তার একটি ফ্লোর পুরা দখল করে। সে তার ছেলেকে কোনো ভাগ দেয় না। এখন বলে যে তোমাকে যদি দিয়ে দিই তো আমার মেয়েদের কি হবে। আর যখন তার সন্তান তার সাথে কথা কাটা কটি হয় তখন বলে যে তারা এই বাড়ি ছেড়ে অন্য কোথাও ভাড়া থাকবে। এবং তার যে সম্পত্তি তার থেকে তার ছেলে কিছু পাবে না। এখন হযরত আপনি বলুন ছেলের কি করা উচিত। তার আল্লাহ কি এত বড় অবিচার করবে সেই ছেলের সাথে? আরো অনেক কথা ছিল বলা হলো না। যদি আপনার সময় হয় তো আমাকে একটা মিসকল দিয়েন। আমি আপনাকে কল দিব। ০১৭৭৫০০৩৫৫৬
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
১৩ ডিসেম্বর, ২০২০
খুলনা
৩৪৬৪
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার বিয়ে হয়েছে ৫ বছর চলছে। আমার দেড় বছর বয়সী একটা ছেলে বাবু আছে। বিয়ের পর থেকেই আমার শাশুড়ী আমার উপর খুব জুলুম করছে। আমার সামীর সাথে আমার ভালো সম্পর্ক দেখতে পারে না। আমার পরিবারের সঙ্গে আমার স্বামীর ভালো সম্পর্ক দেখতে পারে না। আমার স্বামীর কাছে আমাকে আর আমার পরিবারকে শুধু খারাপ করার চেষ্টা করে। আমার স্বামী আমাকে কিছু দিতেও পারে না তার জন্য। দিলেও না জানিয়ে দেয়। আমাকে ঘুরতে নিলেও লুকিয়ে নেয়। আমার ছেলের জন্য কিছু কিনলে হিংসা করে। স্বামীর আয়ের উপর সে সব অধিকার খাটায়। সংসারের সব কিছুর উপর সে কর্তৃত খাটায়। আমার সামীর তার হাতে সব সময় টাকা দিয়ে তাকে ঠান্ডা রাখা লাগে। সংসারের সব কাজ আমি করি, এর পরও সারাদিন শুধু হুকুমের উপর রাখে। উঠতে বসতে শুধু দোষ খুঁজেতে থাকে। সে খুব লোভীও। আমার পরিবারের অবস্থা ভালো। তাই সে চায় আমার বাবার বাড়ির সব কিছু ভোগ করতে। আমার পরিবার থেকে অনেক অনেক সাহায্য করে। কিন্তু তার মন কোন ভাবেই ভরা যায় না। সে এতটা বেপরোয়া, সে কার কথা শুনে না। তার জন্য আমার সামীর সাথেও আমার সম্পর্ক ভালো না। আমি তার জালায় অতীষ্ট। আমি মানসিক ভাবে খুব ভেঙে পড়েছি। আমি তার সাথে থাকতে চাই না আর। তাই সামী আমাকে চলে যেতে বলেছে। আমি বাবার বাসায় চলে এসেছি। সামী আমার খবর নেয় না। আমার সামী একমাত্র ছেলে। ননাস আছে, সেও শাশুড়ীর মতো। শাশুড়ী চাইলে তার বাবার বাড়ি থাকতে পারে, তার মা ভাই বোন সবাই আছে। তার বাবার বাড়ির অবস্থা ভালো।কিন্তু সে আমার সুখের সংসার সহ্য করতে পারে না। সামী আমাকে ছাড়া থাকবে কিন্তু তাকে ছাড়া না।

১. আমি এখন কি করব? আমার ভুল/দোষ কোথায়?
২. স্বামী কি চাইলে মাকে অন্য জায়গায় রেখে সংসার করতে পারবে?
৩. স্বামীর উপর কি আমার কোন অধিকার হক কিছুই নেই? সব কি শুধু মার ই?
৪. এই পরিস্থিতিতে আমার স্বামীর করনীয় কী?
৫. আমি স্বামীকে খুব ভালবাসি, তার থেকে আলাদা হতে চাই না। কি করে সংসার টিকাব?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
১ নভেম্বর, ২০২০
ঢাকা