কুড়িয়ে পাওয়া টাকার বিধান
প্রশ্নঃ ৭৫৬০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রাস্তায় কিছু টাকা পেয়েছি। টাকার মালিকের খোঁজ পাইনি। এখন সেই টাকা কি করব?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
টাকাগুলোর সিরিয়াল নাম্বার, নোটের অবস্থা সব কিছু চিহ্নিত করে যত্ন করে রাখুন।
মালিকের সন্ধান পাওয়ার সম্ভাব্য জায়গাগুলোতে বিজ্ঞপ্তি ও ইলান দিয়ে দিন। মসজিদের দরজায়, রাস্তার মোড়ে, মানুষের নজর পড়বে এমন জায়গাতে বিজ্ঞপ্তি দিন। তবে কিছুতেই টাকার সংখ্যা উল্লেখ করবেন না।
কেউ এসে টাকার মালিক হওয়ার দাবী করলে তার পরীক্ষা নিন। কত টাকা? নোট কেমন ছিল? ইত্যাদি ইত্যাদি।
মোটামুটি এক দেড় মাস পরে যখন মনে হবে এই টাকার মালিক আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন মালিকের পক্ষ থেকে নিয়ত করে মসজিদে অথবা মাদরাসায় অথবা গরিব-মিসকিনদের সদাকাহ/দান করে দেবেন।
এরপর যদি কোনদিন মালিক এসে টাকা তালাশ করে, তাকে বুঝিয়ে বলবেন যে, তোমার পক্ষ থেকে আমি টাকা সদাকাহ/দান করে দিয়েছি। সে যদি মেনে নেয় আলহামদুলিল্লাহ।
আর যদি মেনে না নেয়, তবে আপনার নিজের পক্ষ থেকে সমপরিমাণ টাকা তাকে দিয়ে দেবেন।
এক্ষেত্রে পূর্বের সদাকাহ/দান আপনার নিজের পক্ষ থেকে হয়ে যাবে। কুড়িয়ে পাওয়া বস্তুর বিধান এমনটাই।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন