প্রশ্নঃ ৭৬৬৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মাসিকের সময় তজবি জায়নামায ধরা জাবে কি???
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
السلام عليكم ورحمة الله وبركاته
হায়িয (মাসিকের) সময় নামায, রোযা, বাইতুল্লাহ তাওয়াফ, কুরআনুল কারীমের স্পর্শ, কুরআনুল কারীমের তিলাওয়াত, স্বামীর সঙ্গে সহবাস, মসজিদে প্রবেশ ইত্যাদি কয়েকটি বিষয় ছাড়া বাকি সব আমলই করা যাবে।
দুরুদ শরীফ, তসবীহ পড়া, যিকির আযকার করা যাবে।
বিজ্ঞ ওলামায়ে কেরাম নারীদেরকে পরামর্শ দেন; হায়েয চলাকালীন প্রতি ওয়াক্তে পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে নতুন অজু করে জায়নামায বিছিয়ে জায়নামাযে বসে কিছুক্ষণ যিকির-আযকার করতে। এতে করে তাদের নামাযের অভ্যাস ও টাইমিং ঠিক থাকবে ইনশাআল্লাহ।
وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَأَبُو كُرَيْبٍ قَالَ يَحْيَى أَخْبَرَنَا وَقَالَ الآخَرَانِ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ ثَابِتِ بْنِ عُبَيْدٍ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " نَاوِلِينِي الْخُمْرَةَ مِنَ الْمَسْجِدِ " . قَالَتْ فَقُلْتُ إِنِّي حَائِضٌ . فَقَالَ " إِنَّ حَيْضَتَكِ لَيْسَتْ فِي يَدِكِ " .
‘আয়িশাহ রাযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত:
তিনি বলেন, একদা রসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম আমাকে বললেন, “মাসজিদ থেকে আমার জায়নামাযটি (হাত বাড়িয়ে) নিয়ে এসো”। তিনি বলেন, আমি বললাম, আমি তো ঋতুবতী। তিনি বললেনঃ তোমার হায়িয তো তোমার হাতে নয়।
—সহীহ মুসলিম, হাদীস নং ৫৭৬
حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ، حَدَّثَنَا خَالِدٌ، عَنِ الشَّيْبَانِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَدَّادٍ، حَدَّثَتْنِي مَيْمُونَةُ بِنْتُ الْحَارِثِ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي وَأَنَا حِذَاءَهُ وَأَنَا حَائِضٌ وَرُبَّمَا أَصَابَنِي ثَوْبُهُ إِذَا سَجَدَ وَكَانَ يُصَلِّي عَلَى الْخُمْرَةِ .
মায়মূনাহ বিনতুল হারিস রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত:
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম সলাত আদায় করতেন, তখন আমি হায়িয অবস্থায় তাঁর পাশে অবস্থান করতাম। তাঁর সাজদাহ্কালে কখনো তাঁর কাপড় আমার গায়ে লেগে যেত। তিনি (খেজুর পাতার ছোট) চাটাইয়ের উপরও সলাত আদায় করতেন।
—সুনানে আবু দাউদ, হাদীস নং ৬৫৬
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন