Deep Breathing Exercise
প্রশ্নঃ ৮১৫৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মানসিক চাপ থেকে মুক্তি এর জন্য Deep Breathing Exercise করলে কী তা জায়েজ হবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
Deep Breathing Exercise মানসিক চাপ কমাতে বা শরীরে অক্সিজেন বৃদ্ধির জন্য এক প্রকার ব্যায়াম, যার নিয়ম হলো-(১)কাঁধ শিথিল রেখে নাক দিয়ে ধীরে ধীরে গভীরভাবে নিঃশ্বাস নেয়া। (২)মুখ দিয়ে আস্তে আস্তে তা ছাড়া। (৩)ভালো বা হাল্কাবোধ করা পর্যন্ত বারবার তা করা।
Stress relief এর জন্য¨উল্লেখিত নিয়মানুযায়ি Deep Breathing Exercise করা জায়েয হবে। তবে শর্ত হল- তা করার ক্ষেত্রে শরীয়াহ বিরোধী কোন কল্পনা বা ধ্যান করা যাবে না। এমনিভাবে এটি করার সময় বেপর্দা বা শরীয়তের খেলাফ কোন কাজ করা যাবে না। (আল্লাহ’ই ভালো জানেন)
(সহীহুল বুখারী-২/৩৬,মুসনাদে আবি ইয়ালা-৬/৪০৩,ফতোয়ায়ে শামী-১/১০৫পৃঃ,আল বাহরুর রায়েক-১/১৭পৃঃ)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন