প্রশ্নঃ ৮১৮০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুয়ালাইকুম, শায়েখ।
আমার প্রশ্ন হলো অনেক সময় দেখা যায় পশু জবেহ করার সময় পশুকে অজ্ঞান করে কিংবা ইনজেকশন পুশ করে পশুকে অজ্ঞান করার পর জবেহ করা হয়। সেই পশুর মাংস খাওয়া কী হালাল হবে? জানালে খুশি হবো।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আসসালামু আলাইকুম,
حامدا و مصليا و مسلما .
ইনজেকশন পুশ করে অথবা অন্যকোন ভাবে পশুকে অজ্ঞান করে তা জবাই করা হলে, সেই পশুর গোশত খাওয়া হালাল বা হারাম হওয়ার সম্পর্ক পশু জীবিত থাকা বা না থাকার উপর নির্ভরশীল। অর্থাৎ যদি বেহুশ হওয়া সত্ত্বেও পশুর ভেতর স্বাভাবিক জীবন অবশিষ্ট থাকে এবং রক্তের প্রবাহ চলমান থাকে, তাহলে উক্ত জবাইকৃত পশু হালাল হয়ে যাবে। আর অজ্ঞান করার সিস্টেম যদি এমন হয় যদ্দরা পশু স্ট্রোক করে, যার কারণে তার ভেতর জীবন প্রবাহ স্বাভাবিক থাকে না বা রক্তের প্রবাহ চলমান থাকে না, তাহলে উক্ত পশু খাওয়া জায়েয হবে না। আর রক্তের প্রবাহমানতা যদি একেবারে বন্ধ না হয়ে স্বাভাবিকের চেয়ে কিছুটা কমে যায়, তাহলে এই কাজ মাকরুহ হবে।
বিশেষ দ্রষ্টব্য : রক্তের প্রবাহমানতা স্বাভাবিক থাকা বা এর চেয়ে কমে যাওয়া বিষয়টি ডাক্তার দ্বারা যাচাই করে এর সঠিক তথ্য পাওয়া যেতে পারে।
প্রমানাদি
(সূরা বাকারাহ-১৭৩,মেশকাত,হাদিস নং-৩৮৯৬,ফতোয়ায়ে শামী-৫/১৮৮পৃঃ,বাদায়িয়ুস সানায়ে-৫/৫০পৃঃ)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন