গোপন পাপ প্রকাশ করা প্রসঙ্গ
প্রশ্নঃ ৮২৭২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, গোপন পাপ প্রকাশ করলে কী গুনাহ হয়? কেউ যদি কষ্টে জর্জরিত অবস্থায় তার গোপন পাপ প্রকাশ করে তাহলেও কী গুনাহ হবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
السلام عليكم ورحمة الله وبركاته
পাপ নিজের হোক বা অন্যের এটি প্রকাশ করা উচিত নয়। মন্দ বিষয়গুলোকে প্রকাশ করা আল্লাহ তাআলা পছন্দ করেন না।
لَا یُحِبُّ اللّٰہُ الۡجَہۡرَ بِالسُّوۡٓءِ مِنَ الۡقَوۡلِ اِلَّا مَنۡ ظُلِمَ ؕ وَکَانَ اللّٰہُ سَمِیۡعًا عَلِیۡمًا
প্রকাশ্যে কারও দোষ চর্চাকে আল্লাহ পছন্দ করেন না, তবে কারও প্রতি জুলুম হয়ে থাকলে আলাদা কথা । আল্লাহ সবকিছু শোনেন, সবকিছু জানেন।
—আন নিসা - ১৪৮
তবে যদি কেউ জুলুমের শিকার হয় সে ক্ষেত্রে যেখানে বললে এই জুলুমের প্রতিকার হবে, অন্যান্য মানুষ এই জুলুম থেকে বেঁচে যাবে, সেক্ষেত্রে অবশ্যই এ পাপের কথা প্রকাশ করা যাবে।
নিজের কোন পাপের কথা কাউকে বলে বেড়ানো যাবেনা। তবে এমন কোন ব্যক্তির কাছে প্রকাশ করা যাবে, যিনি তাকে এই পাপ থেকে উদ্ধার করতে পারবেন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন