প্রশ্নঃ ৮৩৮০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একজন বক্তার মুখে শুনেছিলাম হারাম কাজে বিসমিল্লাহ বলে শুরু করলে তার ঈমান থাকে না।সেটা কতটুকো সঠিক? তাহলে আমি যদি জানি একটা খাবার সম্পুর্ন হারাম টাকায় কেনা কিন্তু আমাকে বাধ্য হয়ে খেতে হবে তখন যদি রাসুলের সুন্নাহ বিসমিল্লাহ বলে খাই এবং খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলি তাহলে কি আমার ঈমান নষ্ট হয়ে যাবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সকল প্রকার দুনিয়াবী বৈধ কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। হারাম বা মাকরূহ কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হারাম, এমনকি তা আল্লাহর সাথে ধৃষ্টতা প্রদর্শনের শামিল। এবং এটা কুফর পর্যন্ত পৌঁছে দেয়। সুতরাং বিসমিল্লাহ সম্পর্কে আপনার শ্রুত উক্ত বক্তার কথাটি সঠিক।
আপনার প্রশ্নের দ্বিতীয় অংশটা অস্পষ্ট, তাই উত্তর দেয়া যাচ্ছে না।
প্রমাণাদি
(শরহু ফিকহিল আকবার- ১৬৯পৃঃ, মা-লা বুদ্দা মিনহু-১৩৪পৃঃ, ফতোয়ায়ে মাহমুদিয়া ২/৩৭৭পৃঃ)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন