আপনার জিজ্ঞাসা/মাসায়েল

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

১৩২৬৫
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম,
হযরত কেমন আছেন। আমার এক খালাতো বোন আছে। তার নাম দিপা। তার বয়স ২৫-২৬ বছর। তার না অনেক সমস্যা বা রোগ। সে ছোট থেকে হেপাটাইটিস রোগে আক্রান্ত। চিকিৎসা নেওয়ার পরে হেপাটাইটিস রোগ ভালো হয়। কিন্তু পরে ১ বছর ঔষধ সেবন করা বন্ধ ছিল। তারপর আবার রোগটা বেরে যায়। এখনও ভালো হয় নাই। এই কয়েকদিন ধরে সে বলতেছে যে তার নাকি শরীর টা বেশি খারাপ। শরীর নাকি ভার ভার লাগে। কয়েক দিন আগে সারা শরীরে বরনে মতো কী যেন হয়ে ভরে গেয়েছিল। তারপর সেইগুলো ভালো হয় । কিন্তু সারা শরীর কালো হয়ে যায়। তার এখনও বিয়ে হয় নাই। অনেক চেষ্টা করতেছে কিন্তু বিয়ে দিতে পারছে না। সে ছোট থেকে ঘুমের মধ্যে কথা বলে, আবার মাঝে মধ্যে চিৎকার দিয়ে উঠে, তার পাশে কেউ ঘুমাতে পারে না, পাশে থাকা মানুষকে মারে, আাবার ঘুমের মধ্যে শক্ত হয়ে থাকে। এই কয়েক দিন ধরে ঘুমে সপ্নের মধ্যে শুধু মিষ্টি খায়। এর জন্য অনেক কবিরাজ দেখানো হয় সবাই বলে তার সাথে খারাপ কোনো শক্তি আছে। সে তার কাছে আসতে চায়। সে তার কাছে আসতে পারে না। কারণ আপু নামাজ পড়ে, কুরআন শরীফ তেলওয়াত করে ইত্যাদি। সে তার বিয়ে হতে দেয় না। দূরের থেকে ক্ষতি করার চেষ্টা করে।
তাই এখন এই সমস্যা, রোগ বা এই অশুভ শক্তি থেকে বাচার আমল কী?
আসসালামু আলাইকুম
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
৩ ফেব্রুয়ারী, ২০২২
ঢাকা
২৩৪৯০
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
💥
আমার নাম ফজলে রাব্বি,আমি একজন ছাত্র, আমার বয়স ২৩, বিবিএ অনার্স করছি,,
***আমার প্রশ্নটা হল: আমি প্রায় দীর্ঘদিন যাবত অসুস্থ, শারীরিক কিংবা মানসিকভাবে উভয় অসুস্থ,
সবকিছু ভালই যাচ্ছিল, কিন্তু এক বছর যাবত আমি দীর্ঘ অসুস্থ, নানান সমস্যায় ভুগছি, একটা রোগ ভালো হলে/আরেকটা রোগ হয়,,, বুঝে উঠতে পারছি না কি করব,,এমনকি আমার পরিবারের অন্যরাও কম বেশি অসুস্থ হচ্ছে বা থাকে,,,
💥 আমার এবং আমার পরিবারের সময়টা তেমন ভালো যাচ্ছে না, তবুও বলবো আলহামদুলিল্লাহ,,,
💥💥 আমার বাপ /চাচাদের মধ্যে দীর্ঘদিন যাবত জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব,,, জানতে পেরেছি যে আমার কাকারা কুফরীতে লিপ্ত,,, এখন আমাদের উপরে তা প্রয়োগ করেছে কিনা তা প্রত্যক্ষভাবে তো বলতে পারব না,,,, কিন্তু পরোক্ষভাবে সন্দেহ হচ্ছে,,,,

💥💥💥 যদি এমন কোন আমল/কোন পরামর্শ সম্পর্কে বিস্তারিত একটু দ্রুত জানাতেন, তাহলে খুবই উপকৃত হতাম 🙂
(ধন্যবাদ)
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
৬ অক্টোবর, ২০২২
ঢাকা