পুরুষদের সাদৃশ্য গ্রহণকারী নারীর সাথে পর্দা
প্রশ্নঃ ৮৬৭৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মাটি কাটার কাজে নিয়োজিত নারি, ভিক্ষুক নারি অথবা পুরুষদের সাদৃশ্য কাজ যা পুরুষের সঙ্গে করতে হয় এরূপ কাজে নিয়োজিত নারিরা নাকি পুরুষের সমান ৷ এদের সাথে নাকি পর্দা করা ফরজ ৷
কথাটা কি যুক্তিযুক্ত ?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
যেসব নারীরা শরীয়তের গুরুত্বপূর্ণ পর্দার ফরয বিধান লংঘন করে পুরুষদের মাঝে ঘুরে বেড়ায়, ভিক্ষুক হয়ে, মাটিকাটার কাজে অথবা যেকোন প্রফেশনে, শরীয়তের ভাষায় এদেরকে المترجلات মুতারজ্জিলাত (পুরুষদের সাদৃশ্য গ্রহণকারিনী) বলা হয়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের মুসলমানদেরকে নারীদের অন্দরমহলে প্রবেশ করতে নিষেধ করেছেন।
حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ لَعَنَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْمُخَنَّثِينَ مِنَ الرِّجَالِ، وَالْمُتَرَجِّلاَتِ مِنَ النِّسَاءِ وَقَالَ " أَخْرِجُوهُمْ مِنْ بُيُوتِكُمْ ". قَالَ فَأَخْرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم فُلاَنًا، وَأَخْرَجَ عُمَرُ فُلاَنًا.
ইবনু ‘আব্বাস রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত:
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম পুরুষ হিজড়াদের উপর এবং পুরুষের বেশধারী মহিলাদের উপর লা’নত করেছেন। তিনি বলেছেনঃ ওদেরকে ঘর থেকে বের করে দাও।
ইবনু ‘আব্বাস (রাঃ) বলেছেনঃ নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম অমুককে বের করেছেন এবং ‘উমার (রাঃ) অমুককে বের করে দিয়েছেন।
—সহীহ বুখারী, হাদীস নং ৫৮৮৬
এর অনেকগুলো হিকমতের মাঝে একটি হিকমত হলো এই:
এরা যেন নারীদের সৌন্দর্য ও অবয়ব ভালোভাবে দেখে পুরুষদের মাঝে বলে কয়ে বেড়াতে না পারে।
عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عَبْدَةُ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ زَيْنَبَ بِنْتِ أُمِّ سَلَمَةَ عَنْ أُمِّ سَلَمَةَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ عِنْدَهَا وَفِي الْبَيْتِ مُخَنَّثٌ فَقَالَ الْمُخَنَّثُ لِأَخِي أُمِّ سَلَمَةَ عَبْدِ اللهِ بْنِ أَبِي أُمَيَّةَ إِنْ فَتَحَ اللهُ لَكُمْ الطَّائِفَ غَدًا أَدُلُّكَ عَلٰى بِنْتِ غَيْلاَنَ فَإِنَّهَا تُقْبِلُ بِأَرْبَعٍ وَتُدْبِرُ بِثَمَانٍ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لاَ يَدْخُلَنَّ هٰذَا عَلَيْكُنَّ.
উম্মু সালামাহ রাযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত:
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম তার কাছে থাকাকালে সেখানে একজন মেয়েলী পুরুষ ছিল। ঐ মেয়েলী পুরুষটি উম্মু সালামার ভাই ‘আবদুল্লাহ্ ইব্নু আবূ উমাইয়াকে বলল, যদি আগামীকাল আপনাদেরকে আল্লাহ্ তায়েফ বিজয় দান করেন, তবে আমি আপনাকে গায়লানের মেয়েকে গ্রহণ করার পরামর্শ দিচ্ছি। কেননা, সে এত মেদবহুল যে, সে সম্মুখ দিকে আগমন করলে তার পেটে চার ভাঁজ পড়ে আর পিছু ফিরে যাবার সময় আট ভাঁজ পড়ে। এ কথা শুনে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বললেন, সে যেন কখনো তোমাদের কাছে আর না আসে।
—সহীহ বুখারী, হাদীস নং ৫২৩৫
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন