প্রশ্নঃ ৮৬৮৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার বিয়ে হইছে ৩ মাস। আমার স্বামী বেকার। ওনি খুব হতাশ। এই সময় আমার কি করা উচিত। কি করলে আল্লাহ রিজিক মিলাবেন।। আমি চাই আমার স্বামী সবসময় হাসি খুশি থাকুক
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
السلام عليكم ورحمة الله وبركاته
পাঁচ ওয়াক্ত নামাজের পর আপনারা স্বামী-স্ত্রী উভয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দৈনিক ন্যূনতম দুই রাকাআত সালাতুল হাজত পড়ে পড়ে আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করবেন।
# বেশী বেশী দরুদ শরীফ ও বেশি বেশি ইস্তিগফার করবেন।
# পাঁচ ওয়াক্ত নামাজের পর নিম্মোক্ত দোয়া করবেন।
اَللّٰہُ لَطِیۡفٌۢ بِعِبَادِہٖ یَرۡزُقُ مَنۡ یَّشَآءُ ۚ وَہُوَ الۡقَوِیُّ الۡعَزِیۡزُ ٪
আল্লাহ নিজ বান্দাদের প্রতি অতি দয়ালু। তিনি যাকে চান রিযিক দান করেন এবং তিনিই শক্তিমান, পরাক্রমশালী।
—আশ্-শূরা - ১৯
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
