প্রশ্নঃ ৮৭২৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এনজিওতে কাজ করা সম্পর্কে শরীয়তের হুকুম কি?
যেমন- অাশা, গ্রামীন, ব্রাক ইত্যাদি
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
উল্লেখিত এনজিওগুলোর মূল কাজই হলো- সেবার নামে মুসলিম মা -বোনদেরকে ঘর হতে বের করে বেপর্দাভাবে রাস্তায় নামিয়ে আনা এবং এদের মাধ্যমে বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে অন্যান্য মহিলাদেরকে লোন প্রদানের নামে সুদের সাথে সম্পৃক্ত করা যা আমাদের সকলেরই জানা! আর সুদ সম্পর্কে হাদীসে বর্ণিত আছে:
عن جابر رضي الله عنه قال: لعن رسول الله صلّى الله عليه وسلّم: آكل الرّبا، وموكله، وكاتبه، وشاهديه، وقال: هم سواء. رُوِيَ عن عبد الله بن حنظلة غسيل الملائكة أنّه قال: قال رسول الله صلّى الله عليه وسلّم: درهم ربا يأكله الرّجل وهو يعلم أشدُّ من ستٍّ وثلاثين زنيةً.
হযরত জাবের রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ দাতা, সুদ গ্রহীতা, সুদের লেখক এবং সুদের সম্পর্কে যারা সাক্ষ্য থাকবে তাদের উপর লানত করেছেন!
সুতরাং যারা এনজিওতে কাজ করবে তারা সুদের মধ্যস্থতাকারী হিসেবে সাব্যস্ত হবে, যাদের উপর রাসূলে কারীম সাল্লাল্লাহু ওয়া সাল্লাম লানত দিয়েছেন! এছাড়াও এনজিও গুলোর মধ্যে আরও হাজারো রকমের ইসলাম বিরোধী কার্যকলাপ ও ষড়যন্ত্র লুকায়িত রয়েছে যা আমাদের দেশের সচেতন মহল খুব ভালোভাবেই জ্ঞাত! সুতরাং এসব এনজিও গুলোর মধ্যে চাকরি করা কোনভাবে জায়েজ হবে না!
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন