প্রশ্নঃ ৯০০৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
মানুষের শরীরে যে অঙ্গগুলো আছে তারমধ্যে ছেলে বা মেয়েদের মধ্যে কোন কমবেশি আছে কি ছেলেদের নাকি একটি অঙ্গ কম কারণ নাকি ছেলেদের হার দিয়ে মেয়েদের বানানো হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
পুরুষদের শরীরে মেয়েদের তুলনায় একটি অঙ্গ কম আছে এমন বর্ণনা ভিত্তিহীন।
হাদিসে আছে, "নারীকে পুরুষের বাম পাজরের সবচেয়ে বাঁকা হাড় থেকে সৃষ্টি করা হয়েছে।
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، وَمُوسَى بْنُ حِزَامٍ، قَالاَ: حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عَلِيٍّ، عَنْ زَائِدَةَ، عَنْ مَيْسَرَةَ الأَشْجَعِيِّ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اسْتَوْصُوا بِالنِّسَاءِ، فَإِنَّ المَرْأَةَ خُلِقَتْ مِنْ ضِلَعٍ، وَإِنَّ أَعْوَجَ شَيْءٍ فِي الضِّلَعِ أَعْلاَهُ، فَإِنْ ذَهَبْتَ تُقِيمُهُ كَسَرْتَهُ، وَإِنْ تَرَكْتَهُ لَمْ يَزَلْ أَعْوَجَ، فَاسْتَوْصُوا بِالنِّسَاءِ»
আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা নারীদেরকে উত্তম নাসীহাত প্রদান করবে। কেননা নারী জাতিকে পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। আর পাঁজরের হাড়গুলোর মধ্যে উপরের হাড়টি বেশী বাঁকা। তুমি যদি তা সোজা করতে যাও, তাহলে তা ভেঙ্গে যাবে আর যদি ছেড়ে দাও, তাহলে সব সময় তা বাঁকাই থাকবে। কাজেই নারীদেরকে নাসীহাত করতে থাক।
—সহীহ বুখারী, হাদীস নং ৩৩৩১
এই হাদিসটির মর্ম হলো হযরত আদম আলাইহিস সালামের বাম পাঁজরের সবচেয়ে বাঁকা হাড় দিয়ে তার সঙ্গিনী হযরত হাওয়া আলাইহাস সালামকে সৃষ্টি করা হয়েছে।
অন্যান্য পুরুষদের সঙ্গিনীদেরকে সাধারণ নিয়মে মা-বাবার মাধ্যমে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন