কাঁকড়া অক্টোপাস খাওয়ার ভিডিও দেখা কি জায়েজ?
প্রশ্নঃ ৯০২৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, 1। আমি এমন একজন কে চিনি যিনি বিভিন্ন সামুদ্রিক প্রাণী যেমন কাকড়া, অক্টোপাস, ইত্যাদি রান্না করে খায় এমন ভিডিও দেখতে পছন্দ করেন। উনি কিন্তু খাননা এসব, শুধু দেখেন। এগুলা দেখা কি জায়েজ?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ওয়ালাইকুম সালাম,
মোমিনের জন্য এমন কোন কাজ করা বৈধ নয় যা তার দুনিয়া এবং আখিরাত কোনটার জন্য ফায়দা বহন করে না, যেমন আল্লাহ পাক রব্বুল আলামীন সুরা মুমিনের 2 নং আয়াতে ইরশাদ করেন -
و الذينهم عن اللغو معرضون
মুমিন তারাই যারা অনর্থক কাজ হতে বিরত থাকে
আপনার প্রশ্নে উল্লেখিত ব্যক্তি যদিও কাঁকড়া -অক্টোপাস ইত্যাদি খায় না, কিন্তু এসব খাওয়ার ভিডিও দেখা তাহার জন্য কোন ফায়দাকর বিষয় নয় , বরং এর দ্বারা তার জীবনের মূল্যবান সময় নষ্ট হচ্ছে! তাই এসব ভিডিও দেখা তার জন্য জায়েজ হবে না!
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন