প্রশ্নঃ ৯০৯৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম
পাপের জন্য নাকি রোগ হয় বাবা বলে মা-র পাপের জন্য নাকি মা-র এতো রোগ এটা কি সত্যি..?? এক দুর্ঘটনা বশত আমারও হাতের রগ কেটে গেছে এখন কি আমি মনে করব আল্লাহ্ আমার পাপের জন্য এমনটা হয়েছে... আল্লাহ তাআ'লা কিছু শাস্তি দুনিয়ায়তে দিয়ে দিচ্ছেন...??
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
পবিত্র কুরআনুল কারীম তো এই কথাই বলছে, মানুষের কৃতকর্মের কারণেই যাবতীয় বিশৃঙ্খলা এবং অসুবিধাগুলো জলে স্থলে ছড়িয়ে পড়েছে।
ظَہَرَ الۡفَسَادُ فِی الۡبَرِّ وَالۡبَحۡرِ بِمَا کَسَبَتۡ اَیۡدِی النَّاسِ لِیُذِیۡقَہُمۡ بَعۡضَ الَّذِیۡ عَمِلُوۡا لَعَلَّہُمۡ یَرۡجِعُوۡنَ
মানুষের কৃতকর্মের দরুন স্থলে ও সমুদ্রে বিপর্যয় ছড়িয়ে পড়ে; যার ফলে এদেরকে এদের কোন কোন কর্মের শাস্তি তিনি আস্বাদন করান, যাতে এরা ফিরে আসে।
—আর রুম - ৪১
এই হিসেবে মানুষের পাপের কারণে বিপদ আসে কথাটি সম্পূর্ণ অবাস্তব নয়।
আবার সব সময় পাপের কারণেই বিপদ আসে এটিও ঠিক নয়। কখনো আল্লাহ তাআলা বিপদ-আপদ ও অসুস্থতা তার প্রিয় বান্দার মর্যাদা বৃদ্ধির জন্য দিয়ে থাকেন। যেমন নবীদের ক্ষেত্রে এমনটি হয়েছে।
আপনার মায়ের অসুস্থতা সুনির্দিষ্ট কি কারণে, সেটি আল্লাহ ভাল জানেন। হতে পারে পাপের শাস্তি হিসেবে ।আবার হতে পারে আপনার মা আল্লাহ তাআলার প্রিয় বন্দিদের একজন, তার মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহ তাআলা অসুস্থতা দিয়েছেন। আবার হতে পারে এই অসুস্থতার মাঝে যেন তিনি আল্লাহকে বেশি বেশি ডাকেন আল্লাহ তাআলা হয়তো আপনার মায়ের ডাক খুব পছন্দ করেন।
অতএব আপনার মাকে এই কথা বলে রাগারাগি করা উচিত হবে না যে, তোমার পাপের কারণে অসুস্থতা...।
আল্লাহ তাআলা আমাদের সকলকে সব ধরনের ভুল ভ্রান্তি ও বিপদ আপদ থেকে হেফাজত করেন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন