প্রশ্নঃ ৯১২৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ। সকাল সন্ধা ৮বার পড়তে হয় এটা সঠিক কিনা ও কত নাম্বার হাদিস
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
السلام عليكم ورحمة الله وبركاته
প্রশ্নে উল্লেখিত এই দোয়াটি সরাসরি হাদীসে পাওয়া যাচ্ছে না। অবশ্য এই দোয়াটি হাদীসের মর্ম থেকে উদঘাটিত।
হাদীসের মূল ভাষ্য হলো, আল্লাহর কাছে ৩ বার জান্নাত চাইলে জান্নাত তার পক্ষ হয়ে আল্লাহর কাছে জান্নাত প্রাপ্তির সুপারিশ করবে।
তিনবার জাহান্নাম থেকে মুক্তি চাইলে জাহান্নাম আল্লাহর কাছে তার মুক্তির জন্য দোয়া করবে।
সে হিসেবে আল্লাহর কাছে জান্নাত বারবার চাইতে হবে। তবে সুনির্দিষ্টভাবে আটবার চাওয়ার কথা আমরা পাইনি। তিনবারের কথা এই হাদীসে উল্লেখ রয়েছে।
حَدَّثَنَا قُرَّانُ بْنُ تَمَّامٍ ، عَنْ يُونُسَ بْنِ أَبِي إِسْحَاقَ ، عَنْ بُرَيْدِ بْنِ أَبِي مَرْيَمَ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " مَا اسْتَجَارَ عَبْدٌ مِنَ النَّارِ ثَلَاثَ مِرَارٍ إِلَّا قَالَتِ النَّارُ : اللَّهُمَّ أَجِرْهُ مِنِّي. وَلَا سَأَلَ الْجَنَّةَ إِلَّا قَالَتِ الْجَنَّةُ : اللَّهُمَّ أَدْخِلْهُ إِيَّايَ ".
হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, বান্দা যখন আল্লাহর কাছে তিনবার জাহান্নাম থেকে আশ্রয় চায়, তখন জাহান্নাম বলে, হে আল্লাহ তুমি তাকে আমার থেকে মুক্তি দাও।
আর যখন বান্দা আল্লাহর কাছে জান্নাত চায়, জান্নাত বলে, হে আল্লাহ, তুমি তাকে আমার মধ্যে প্রবেশ করাও।
—মুসনাদ আহমাদ ১২১৭০
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন