মা দাঁড়ি রাখতে দেয় না!
প্রশ্নঃ ৯৪০৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার মা আমাকে দাঁড়ি রাখতে দেয় না। অনেক বুঝাইসি লাভ নাই। বলে যে ইন্টার পাশ কর, এডমিশন দে, ভর্তি হ, পরে রাখবি। এখন কি দাঁড়ি কেটে ফেলতে হবে? করণীয় কি? মাসাইল জানা দরকার এটার। অনুগ্রহ করে বলে বাধিত করবেন। অবশ্য উনি ক্লিন শেভ করতে বলেন না। বলেন যে ট্রিম করে ছোট রাখতে।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয় ভাই! আল্লাহ তায়ালা আপনাকে কবুল করুন। ইসলামের পথে রাসুলুল্লাহ সাঃ এর সুন্নতের অনুসরণে আপনাকে অবিচলতা দান করুন
আপনি আপনার বাবা-মাকে বুঝাতে চেষ্টা করুন যে ,ইন্টারপাশের সাথে দাড়ি রাখা-না রাখার কোনো সম্পর্ক নাই। এটা রাসুলের সুন্নত। কাজেই প্রাপ্তবয়স্ক হওয়ার পর এখানে বিলম্ব করা শরিয়ত সমর্থিত নয়। তারপরও যদি তারা বুঝতে না চান তাহলে আপনি আপনার এই সিদ্ধান্তে স্থির থাকুন ইনশাআল্লাহ আল্লাহ তায়ালা আপনাকে শীঘ্রই সাহায্য করবেন। হাদিস শরীফে আছে
لا طاعة لمخلوق في معصية الخالق.
"আল্লাহ তায়ালার বিরুদ্ধাচারণ করে কোনো মাখলুকের আনুগত্য নেই"
কাজেই এক্ষেত্রে আপনি আপনার পিতামাতার পরামর্শ গ্রহন না করলে অবাধ্য হবেন না। বরং আল্লাহ তায়ালার কাছে প্রশংসিত হবেন ইনশাআল্লাহ। তদুপরি পিতামাতার হক রক্ষা করা এবং তাঁদের সম্মান রক্ষা করা সকলের জন্য ওয়াজিব। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে দ্বীনের সহীহ বুঝ দান করুন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন