প্রশ্নঃ ৯৫৭৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি । কিন্তু আমার মুখে
দাড়ি নেই । এখন আমি কি করবো ?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
بسم الله الرحم الرحيم
প্রিয় ভাই অাপনি পূর্বের ন্যায় পাঁচওয়াক্ত নামাজ পড়তে থাকুন। আল্লাহ তায়ালা অাপনাকে যতটুকু শরিয়তের ওপর আমল করার তাওফিত দান করেছেন আপনি ততটুকুর ওপর আমল অব্যহত রাখুন । আর যেগুলো আপনি অামল করতে পারছেন না সেগুলোর জন্য আল্লাহ তায়ালার কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করুন এবং এখন থেকে সেগুলোও নিজের আমলে আনার চেষ্টা করুন। আপনার দাড়ি নেই। কিন্তু আপনি নিশ্চয়ই অবগত আছেন যে দাড়ি রাখা রাসূলুল্লাহ সা.এর সুন্নত। কাজেই আজ থেকে দাড়ি রাখার সঙ্কল্প করে দাড়ি কাটা বা শেইভ করা পরিহার করুন। আবার দাড়ি নাই বলে অথবা কোনো কারণে রাখতে পারছেন না বলে শরিয়তের অন্য কোনো বিধান ছেড়ে দিবেন না। এমনকি এই কারনে যদি কেউ আপনাকে বিদ্রুপও করে আপনি সেদিকে কর্ণপাত না করে নিজের আমলে মনোনিবেশ করবেন। আল্লাহ তায়ালা আমাদের সহায় হোন। আমিন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন