শাষকের যুলুম থেকে আত্মরক্ষার দু‘আ
আল্লাহুম্মা রাব্বাস সামা-ওয়া-তিস সাব‘ই ওয়া রাব্বাল ‘আরশিল ‘আযীম, কুন লী জা-রান মিন ফুলা-ন ইবনু ফুলা- ন ওয়া আ‘হযা-বিহী মিন খালা-ইক্বিকা আইঁ ইয়াফরুত্বা ‘আলাইয়্যা আ‘হাদুম মিনহুম আও ইয়াত্বগা-, ‘আযযা জা- রুকা ওয়া জাল্লা সানা-উকা, ওয়া লা- ইলা-হা ইল্লা- আনতা
হে আল্লাহ, সাত আসমানের প্রভু ও মহান আরশের প্রভু, আপনি আমাকে আশ্রয় প্রদান করেন অমুকের পুত্র অমুক (সংশ্লিষ্ট ব্যক্তির নাম মনে স্মরণ করবে) থেকে এবং আপনার সৃষ্টির মধ্য থেকে যারা তার দলবলে রয়েছে তাদের থেকে, তাদের কেউ যেন আমার বিষয়ে সীমালঙ্ঘন করতে না পারে বা আমার উপর অত্যাচার বা বিদ্রোহ করতে না পারে। আপনার প্রশংসা মহিমান্বিত। আপনি ছাড়া কোনো মা’বূদ নেই।
হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাযি) বলেন, তোমাদের কেউ নিজের উপর তাদের শাসকের স্বৈরাচারিতা বা অত্যাচারের আশঙ্কা করলে সে যেন এই দু‘আ পাঠ করে।
আল-আদাবুল মুফরাদ, হাদীস নং: ৭১২; তাবারানী, হাদীস নং: ৯৭৯৫
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে