সানা
   ۞  سُبْحَانَكَ اللّٰهُمَّ  وَبِحَمْدِكَ  وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَالٰى جَدُّكَ وَ لَاۤ إِلٰهَ غَيْرُكَ
উচ্চারণঃসুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়াতাবারাকাস্মুকা, ওয়াতা‘আলা জাদ্দুকা ওয়া লা-ইলাহা গাইরুক।
হে আল্লাহ্! আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি। তুমি প্রশংসাময়, তোমার নাম বরকতময়, তোমার মর্যাদা অতি উচ্চে, আর তুমি ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নেই।
হযরত আয়িশা (রাযি) থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী (ﷺ) যখন নামায শুরু করতেন তখন উক্ত দু‘আ পাঠ করতেন।
সুনানে আবূ দাউদ, হাদীস নং: ৭৭৬; সুনানে ইবনে মাজা, হাদীস নং: ৮০৪, ৮০৬; মুসনাদে আহমাদ: ৬/২৩০
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে