সূরা আল-মাঊন
أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ
فَذَٰلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ
وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ الْمِسْكِينِ
فَوَيْلٌ لِّلْمُصَلِّينَ
الَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ
الَّذِينَ هُمْ يُرَاءُونَ
وَيَمْنَعُونَ الْمَاعُونَ
উচ্চারণঃআরাআইতাল্লাযী ইউকাযযি বুবিদ্দীন। ফাযা-লিকাল্লাযী ইয়াদু‘‘উল ইয়াতীম। ওয়ালা-ইয়াহুদ্দু‘আলা-তা‘আ-মিল মিছকীন। ফাওয়াইঁলুলিলল মুসাল্লীন। আল্লাযীনাহুম ‘আন সালা-তিহিমি ছা-হূন। আল্লাযীনা হুম ইউরাঊনা। ওয়া ইয়ামনা‘ঊনাল মা-‘ঊন।
হযরত উবাই (রাযি) থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি সূরা মাউন তিলাওয়াত করবে, আল্লাহ তা‘আলা তাকে ক্ষমা করে দিবেন। যদিও সে যাকাত প্রদানকারী হয়।
তাফসীরে কাবীর, ৩২: ১০৯; তাফসীরে কাশশাফ সূরা মা‘উন দ্রষ্টব্য
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে